Pakistan vs Sri Lanka: এশিয়া কাপ থেকে বিদায় বড় দলের! ভারতের ধাক্কা সামলে জয়ে ফিরল পাকিস্তান

Last Updated:

Pakistan vs Sri Lanka: গ্রুপ বি থেকে টপ করে সুপার ফোরে পৌছেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পরপর দুটি ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় ঘণ্টা বেজে গেল লঙ্কান লায়ন্সদের।

News18
News18
গ্রুপ বি থেকে টপ করে সুপার ফোরে পৌছেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পরপর দুটি ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় ঘণ্টা বেজে গেল লঙ্কান লায়ন্সদের। অপরদিকে, ভারতের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরল পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেটে জিতে ফাইনালে যাওয়ার দৌড়ে এখনও টিকে থাকল সলমন আলি আঘার পাকিস্তান।
আবুধাবিতে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এদিন শুরু থেকেই ছন্দে পাওয়া যায় পাক অ্য়াটাকের প্রধান অস্ত্র শাহিন আফ্রিদিকে। শ্রীলঙ্কান ওপেনারদের দ্রুত সাজঘরে পাঠান শাহিন। একইসঙ্গে হুসেইন তালাত ও হ্যারিস রউফও ভাল বোলিং করেন। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। কামিন্ডু মেন্ডিস ৫০ রানের ইনিংস না খেললে লড়াই করার মত স্কোরও করতে পারত না শ্রীলঙ্কা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৩টি, হ্যারিস রউফ ও হুসেইন তালাত ২টি করে এবং আবরার আহমেদ একটি উইকেট নেন।
advertisement
১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ওপেনিং জুটিতে ৪৫ রান যোগ করেন তাড়া। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সহজেই জিতবে পাকিস্তান। কিন্তু তারপর নিয়মিত ব্যাবধানে উইকেট হারিয়ে ৮০ রানে ৫ উইকেট হয়ে যায় পাকিস্তানের স্কোর। ওয়ানিন্দু হাসরঙ্গা ও মাহিশ থিকসানা ২টি করে উইকেট নেন।
advertisement
advertisement
অর্ধেক পাকিস্তান দল সাজঘরে ফিরতেই হাড্ডাহাড্ডি হয়ে যায় লড়াই। কিন্তু চাপের মুহূর্তে হুসেইন তালাত ও মহম্মদ নওয়াজ ঠান্ডা মাথায় অনবদ্য ব্যাটিং করেন। ঝুঁকি না নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুজনে। জয়ের কাছে পৌছানোর পর হাক খোলেন তারা। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। শেষ পর্যন্ত ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় পাক দল। নওয়াজ ৩৮ ও তালাত ৩২ রানে অপরাজিত থাকেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan vs Sri Lanka: এশিয়া কাপ থেকে বিদায় বড় দলের! ভারতের ধাক্কা সামলে জয়ে ফিরল পাকিস্তান
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement