'ট্রফি ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন'! ভারতের ট্রফি জয়ে গাত্রদাহ! বেলাগাম আক্রমণ পাকিস্তানি ক্রিকেটারের

Last Updated:

Pakistan Player Attacks Team India s Champions Trophy Win Says Throw Trophy In The Dustbin: ভারতের জয়ের পর দেশ জুড়ে খুশির আমেজ। কিন্তু ভারতের জয়ে মনে হয় পাকিস্তানের গাত্রদাহ মিটছে না। টিম ইন্ডিয়ার জয়কে এবার চরম অপান করলেন পাকিস্তানি ক্রিকেটার।

News18
News18
রবিবার দুবাইতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস রচনা করেছে। ফাইনালে অধিনায়কোচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। ভারতের জয়ের পর দেশ জুড়ে খুশির আমেজ। কিন্তু ভারতের জয়ে মনে হয় পাকিস্তানের গাত্রদাহ মিটছে না। টিম ইন্ডিয়ার জয়কে এবার চরম অপান করলেন পাকিস্তানি ক্রিকেটার।
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তনভীর আহমেদ তার ইউটিউব চ্যানেলে ভারতের জয় নিয়ে বলতে গিয়ে বলেছেন,”আইসিসি প্রধান জয় শাহ দুবাইতে ভারতের পক্ষে পিচ তৈরি করে দিয়েছেন। তাই এই জয় ভুয়ো ও অর্থহীন। ব্লু দলের উচিত তাদের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়কে ডাস্টবিনে ফেলে দেওয়া কারণ এটি মূল্যহীন।”
পাকিস্তানের পিচকে দুবাইয়ের সাথে তুলনা করে তনভীর বলেন, “পাকিস্তানে স্পিনারদের জন্য কোনও সাহায্য ছাড়াই একটি উপযুক্ত ব্যাটিং পিচ ছিল। ভারত যদি সেখানে খেলত, তাহলে তারা ভালো করত, কিন্তু তাদের স্পিনাররা আধিপত্য বিস্তার করত না। তাই এটি ভারতের জন্য একটি বিশাল সুবিধা ছিল। এই ধরনের জয়কে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। এটি আসল জয় নয়। কেন তারা পাকিস্তানে আসেনি?”
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে হারের পর থেকেই পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার নানা মত দিয়েছেন। কেউ কেউ ভারতের খেলার প্রশংসাও করেছেন। কিন্তু তনভীর আহমেদের মত এমন আক্রমণ কেউ করেনি। সোশ্যল মিডিয়াতে ভারতীয় ফ্যানেরাও যোগ্য জবাব দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে।
বাংলা খবর/ খবর/খেলা/
'ট্রফি ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন'! ভারতের ট্রফি জয়ে গাত্রদাহ! বেলাগাম আক্রমণ পাকিস্তানি ক্রিকেটারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement