শোয়েব আখতার বাছলেন সর্বকালের সেরা টিম, তিন কিংবদন্তি ক্রিকেটার জায়গা পেলেন না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shoaib Akhtar- বিশ্বের দ্রুততম বোলার হিসাবে বিবেচিত আখতার কিন্তু বিরাট কোহলিকে দলে রাখেননি। এমনকী রোহিত শর্মাকেও তাঁর দলে জায়গা দেননি। আখতার পাকিস্তানের গ্রেট অলরাউন্ডার ইমরান খানকেও তাঁর দলে জায়গা দেননি।
নয়াদিল্লি: বিশ্বের দ্রুততম বোলার তিনি। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার ওডিআইয়ের সর্বকালের প্লেয়িং একাদশ ঘোষণা করেছেন। আখতার তাঁর দলে ওয়েস্ট ইন্ডিজের গ্রেট গর্ডন গ্রিনিজ এবং সচিন তেন্ডুলকরকে ওপেনার হিসেবে রেখেছেন।
ইনজামাম উল হক আখতারের পছন্দ ৩ নম্বরে। এর পরে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস প্রাক্তন তারকা ব্যাটার সঈদ আনোয়ারকে ৪ নম্বরে জায়গা দিয়েছেন। ওডিআইয়ের সর্বকালের প্লেয়িং ইলেভেনে এমএস ধোনি এবং অ্যাডাম গিলক্রিস্টকেও বেছে নিয়েছেন আখতার।
আরও পড়ুন- KKR News: প্রবল চাপে কেকেআর অধিনায়ক! এবার কী করবেন শ্রেয়স আইয়ার
এছাড়া সাত নম্বরে যুবরাজ সিংকে জায়গা দিয়েছেন প্রাক্তন ফাস্ট বোলার। ফাস্ট বোলার হিসেবে আখতারের ফেভারিট হলেন ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিস।
advertisement
advertisement
অলরাউন্ডার হিসেবে কপিল দেবকেও দলে বেছে নিয়েছেন আখতার। এর বাইরে স্পিনার হিসেবে শেন ওয়ার্নকে জায়গা দিয়েছেন আখতার।
বিশ্বের দ্রুততম বোলার হিসাবে বিবেচিত আখতার কিন্তু বিরাট কোহলিকে দলে রাখেননি। এমনকী রোহিত শর্মাকেও তাঁর দলে জায়গা দেননি। আখতার পাকিস্তানের গ্রেট অলরাউন্ডার ইমরান খানকেও তাঁর দলে জায়গা দেননি।
উল্লেখ্য, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ বিশ্বকাপ শিরোপা জিততে সফল হয়েছিল। ইমরান খানকে পাকিস্তান ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। এর পরও আখতার তাঁকে ওয়ানডে সর্বকালের দলে অন্তর্ভুক্ত না করায় অনেকেই অবাক।
advertisement
আরও পড়ুন- KKR-এ রুদ্ধশ্বাস পারফরম্যান্স, জাতীয় দল, মুম্বই ইন্ডিয়ান্স হয়ে কোটি কোটি টাকা
আখতারের বেছে নেওয়া দল- গর্ডন গ্রিনিজ, সচিন তেন্ডুলকর, ইনজামাম উল হক, সঈদ আনোয়ার, এমএস ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, যুবরাজ সিং, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, কপিল দেব, শেন ওয়ার্ন।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2024 4:54 PM IST