পাকিস্তানের ফাস্ট বোলিং দুনিয়ার সেরা! দীর্ঘদিন পর ম্যাচ দেখে বললেন মুগ্ধ ইমরান

Last Updated:

Pakistan fast bowling best in the world says Imran Khan after T20 world cup final. পাকিস্তানের ফাস্ট বোলিং দুনিয়ার সেরা! দীর্ঘদিন পর ম্যাচ দেখে বললেন মুগ্ধ ইমরান

পাকিস্তান হেরে গেলেও ফাস্ট বোলারদের জন্য গর্বিত ইমরান
পাকিস্তান হেরে গেলেও ফাস্ট বোলারদের জন্য গর্বিত ইমরান
#লাহোর: এক সময় ছিলেন পাকিস্তান ক্রিকেটের মাথা। দেশের সর্বকালের সেরা অধিনায়ক। অন্যতম সেরা অলরাউন্ডার। ইমরান খান আজ থেকে ৩০ বছর আগে প্রথমবার পাকিস্তানকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ৩০ বছর পর বাবর আজম ইমরান খান হতে পারেননি। কিন্তু পাকিস্তানের লড়াই দেখে মুগ্ধ স্বয়ং ইমরান খান।
দীর্ঘদিন পর ক্রিকেট দেখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। লড়াই চালিয়ে যাচ্ছেন ন্যায় বিচার পেতে। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে তার আওয়াজ এবং প্রতিবাদ দমিয়ে রাখা যাচ্ছে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন লড়াই করতে করতে মৃত্যু হলেও ভয় নেই। মেলবোর্নে ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনাল দেখার পর ইমরান খান জানিয়ে দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলিং এই মুহূর্তে দুনিয়ার সেরা।
advertisement
আরও পড়ুন - ভারতের মাটি থেকেই বিশ্বকাপ জিতবে পাকিস্তান! খোলা চ্যালেঞ্জ দিলেন শোয়েব আখতার
দীর্ঘদিন পর পুরো ম্যাচ দেখলেন মন দিয়ে। তা দেখে ইমরানের মনে হয়েছে শেষ দিকে শাহিনের চোট পেয়ে বেরিয়ে যাওয়া বিশাল একটা ধাক্কা পাকিস্তানের কাছে। শাহিন নিজের ওভার শেষ করতে পারলে ম্যাচের রং অন্যরকম হতে পারত। ইমরান জানিয়েছেন রউফ, নাসিম শাহকে দেখে তিনি মুগ্ধ।
advertisement
advertisement
advertisement
ওয়াসিম জুনিয়র শেষ দিকে একটু রান দিলেও তার গতিও মুগ্ধ করার মত। পাকিস্তান ফাইনাল হেরে গেলেও নিজের দেশের লড়াইকে কুর্নিশ করছেন ইমরান। তবে পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানাতেও ভোলেননি 'কাপ্তান'।
তবে তিনি আশাবাদী তরুণ পাকিস্তান দল তৈরি হচ্ছে ধীরে ধীরে। আগামী দু বছরের ভেতর এই ছেলেরাই পাকিস্তানকে অনেক গর্ব এনে দেবে নিশ্চিত ইমরান। পায়ে গুলি খেয়েও দমে যাওয়ার পাত্র নন তিনি। লড়াই তার রক্তে। তিনি নিজেও চান পাকিস্তান এইভাবে লড়াই করুক।
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানের ফাস্ট বোলিং দুনিয়ার সেরা! দীর্ঘদিন পর ম্যাচ দেখে বললেন মুগ্ধ ইমরান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement