সরাসরি হুমকি! ভারতের এক ক্রিকেটারকে পেলে 'পাঞ্চ' মারতে চান পাকিস্তানের আবরার! ভাইরাল ভিডিও

Last Updated:

Pakistan Cricketer Abrar Ahmed Wants To Punch This Indian Cricketer: এবার মাঠের বাইরে নিজের মন্তব্যের জন্য ফের বিতর্কে জড়ালেন পাকিস্তান স্পিনার। আবরার জানালেন এক ভারতীয় ক্রিকেটারকে 'ঘুষি' মারতে চান তিনি।

News18
News18
প্রতিপক্ষ ব্যাটারদের আউট করার পর নিজের বিতর্কিত সেলিব্রেশনের জন্য বারবার শিরোনামে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রেও একই কাজ করেছেন আবরার। এবার মাঠের বাইরে নিজের মন্তব্যের জন্য ফের বিতর্কে জড়ালেন পাকিস্তান স্পিনার। আবরার জানালেন এক ভারতীয় ক্রিকেটারকে ‘ঘুষি’ মারতে চান তিনি।
পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের সাথে বক্সিং করতে চান বলে বড় বিতর্ক তৈরি করেছেন। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ ২০২৫ এবং এই বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আবরারকে একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি কথোপকথনের সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোন ক্রিকেটারের সাথে বক্সিং করতে চান, এবং উত্তরে তিনি ধাওয়ানের নাম উল্লেখ করেছিলেন আবরার।
advertisement
advertisement
ওই সাক্ষাৎকারের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আবরারকে সঞ্চালক জিজ্ঞাসা করেন,”পৃথিবীতে এমন কোন প্লেয়ার রয়েছে, যার উপর আপনার খুব রাগ ও তার সঙ্গে বক্সিং করতে চান, পাঞ্চ মারতে চান?” এর উত্তরে আবরার আহমেদ বলেন,”আমি চাই বক্সিং করতে আর সামনে চাই শিখর ধাওয়ানকে।” এরপর সঞ্চালিকা শিখর ধাওয়ানের উদ্দেশ্যে প্রশ্ন করেন আপনি কি তৈরি?
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড় তুলতে বেশি সময় নেয়নি। আবরার আহমেদকে পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় ফ্যানেরা। সাম্প্রতিক সময় খেলার মাঠে পাকিস্তানকে একের পর এক ম্যাচে হারিয়েছে ভারত। যদিও আবরার আহমেদের এই মন্তব্য নিয়ে শিখর ধাওয়ানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
সরাসরি হুমকি! ভারতের এক ক্রিকেটারকে পেলে 'পাঞ্চ' মারতে চান পাকিস্তানের আবরার! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement