সরাসরি হুমকি! ভারতের এক ক্রিকেটারকে পেলে 'পাঞ্চ' মারতে চান পাকিস্তানের আবরার! ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Pakistan Cricketer Abrar Ahmed Wants To Punch This Indian Cricketer: এবার মাঠের বাইরে নিজের মন্তব্যের জন্য ফের বিতর্কে জড়ালেন পাকিস্তান স্পিনার। আবরার জানালেন এক ভারতীয় ক্রিকেটারকে 'ঘুষি' মারতে চান তিনি।
প্রতিপক্ষ ব্যাটারদের আউট করার পর নিজের বিতর্কিত সেলিব্রেশনের জন্য বারবার শিরোনামে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রেও একই কাজ করেছেন আবরার। এবার মাঠের বাইরে নিজের মন্তব্যের জন্য ফের বিতর্কে জড়ালেন পাকিস্তান স্পিনার। আবরার জানালেন এক ভারতীয় ক্রিকেটারকে ‘ঘুষি’ মারতে চান তিনি।
পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের সাথে বক্সিং করতে চান বলে বড় বিতর্ক তৈরি করেছেন। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ ২০২৫ এবং এই বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আবরারকে একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি কথোপকথনের সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোন ক্রিকেটারের সাথে বক্সিং করতে চান, এবং উত্তরে তিনি ধাওয়ানের নাম উল্লেখ করেছিলেন আবরার।
advertisement
Pak cricketer Abrar says he wants to have ‘Shekhar’ Dhawan @SDhawan25 as his punching bag.
pic.twitter.com/isJk6Yaql4— Pakistan Untold (@pakistan_untold) October 5, 2025
advertisement
ওই সাক্ষাৎকারের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আবরারকে সঞ্চালক জিজ্ঞাসা করেন,”পৃথিবীতে এমন কোন প্লেয়ার রয়েছে, যার উপর আপনার খুব রাগ ও তার সঙ্গে বক্সিং করতে চান, পাঞ্চ মারতে চান?” এর উত্তরে আবরার আহমেদ বলেন,”আমি চাই বক্সিং করতে আর সামনে চাই শিখর ধাওয়ানকে।” এরপর সঞ্চালিকা শিখর ধাওয়ানের উদ্দেশ্যে প্রশ্ন করেন আপনি কি তৈরি?
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড় তুলতে বেশি সময় নেয়নি। আবরার আহমেদকে পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় ফ্যানেরা। সাম্প্রতিক সময় খেলার মাঠে পাকিস্তানকে একের পর এক ম্যাচে হারিয়েছে ভারত। যদিও আবরার আহমেদের এই মন্তব্য নিয়ে শিখর ধাওয়ানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 1:16 PM IST