Pakistan cricket: ভারতে এসে বিশ্বকাপে শাসন করবে পাকিস্তান! বার্তা বাবরদের নতুন কোচের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
পাকিস্তান দেখাতে মরিয়া তারা কি করতে পারে। কাউকে তাদের নম্বর দেওয়ার প্রয়োজন নেই
লাহোর: অনেকেই পাকিস্তানকে একদিনের বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে দেখতে পাচ্ছেন না। খুব বেশি হলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখা যাচ্ছে বাবর, রিজওয়ান, শাহিনদের। তাতে অবশ্য গুরুত্ব দিতে নারাজ পাকিস্তান দল। তারা জানিয়েছে ভারতের মাটিতে যখন বিশ্বকাপ, তখন পাকিস্তান দেখাতে মরিয়া তারা কি করতে পারে। কাউকে তাদের নম্বর দেওয়ার প্রয়োজন নেই।
টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে কার কত দম। আগ্রাসী ক্রিকেট খেলতে চায় পাকিস্তান, এমনটি জানিয়েছেন প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে আগ্রাসী ক্রিকেটে চোখ তার। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা ব্র্যাডবার্নের।
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে পাকিস্তান। শ্রীলঙ্কার উদ্দেশে পাকিস্তান ছাড়ার আগে লাহোরে সাংবাদিকদের ব্র্যাডবার্ন বলেন, বোলার কখন খারাপ বল করবে, সে জন্য অপেক্ষা করতে চাই না। আমরা আগ্রাসী হতে চাই। আমাদের দলের গভীরতা আছে। ম্যাচ জেতানো ক্রিকেটারের অভাব নেই।
advertisement
advertisement
তাই একটা দল হিসেবে খেলতে পারলে ভারতের মাটিতে পাকিস্তান চমক দিতেই পারে। পাকিস্তানের প্রাক্তন তারকা ইনজামামুল হক মনে করেন ভারতে বিশ্বকাপ বলেই পাকিস্তানের কাছে বাড়তি তাগিদ থাকবে নিজেদের প্রমাণ করার। তারা নিজেরা জানে নিজেদের ক্ষমতা। খাতায় কলমে কারা ফেভারিট এসব নিয়ে চিন্তা করতে নারাজ।
শাদাব খানের অলরাউন্ডার হিসেবে ভূমিকা উল্লেখযোগ্য হবে বিশ্বকাপে। এছাড়াও বল করার পাশাপাশি ব্যাট হাতে শাহিন প্রচুর উন্নতি করেছেন। তার সঙ্গে হ্যারিস রউফ শেষ দিকে দুরন্ত বল করতে পারেন। নাসিম শাহ এবং স্পিনার আছে পাকিস্তানের। ফখর জামান দ্রুত রান তুলতে পারেন। তাই সব মিলিয়ে পাকিস্তানের কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বাকিটা বিশ্বকাপ শুরু হলে বোঝা যাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 11:32 AM IST