ফাইনালে পাকিস্তান, নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতের অপেক্ষায় বাবর-রিজওয়ানরা

Last Updated:

Pakistan beat New Zealand to confirm final of T20 World Cup as Babar Azam and Rizwan played crucial innings. ফাইনালে পাকিস্তান, নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতের অপেক্ষায় বাবর - রিজওয়ানরা

#সিডনি: মিলে গেল ম্যাথু হেডেনের কথা। একদিন আগেই তিনি বলেছিলেন পাকিস্তানের ফাইনাল খেলা পাকা। ভারত ফাইনালে পৌঁছতে পারবে তো? শুধু কথার কথা নয়। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান। দুই ওপেনার বাবর এবং রিজওয়ান প্রথম থেকেই দুরন্ত শুরু করলেন। গোটা টুর্নামেন্টে সেভাবে ছন্দে না থাকা সত্ত্বেও আজ দুজনে দেখিয়ে দিলেন আসল সময় কিভাবে জ্বলে উঠতে হয়।
সাউদি, বোল্ট, সোধী - কোনও নিউজিল্যান্ড বোলাররা চ্যালেঞ্জ জানাতে পারলেন না পাকিস্তানের দুজন ব্যাটসম্যানকে। দেখে মনে হচ্ছিল বাবর এবং রিজওয়ান ছেলে খেলা করছেন ব্ল্যাক ক্যাপসদের নিয়ে। ইচ্ছে মতো খেলছেন। পুরো মাঠেই আজ পাকিস্তানি সমর্থকদের সেলিব্রেশন ছিল দেখার মত।
আরও পড়ুন- ৯ জন ক্রিকেটার অবিবাহিত! পাকিস্তান টিমে এখনও বিয়ে করেননি কারা!
১৩ বছর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারে পাকিস্তান। প্রায় ছিটকে যেতে বসা একটা দল যেভাবে স্বপ্নের কামব্যাক ঘটিয়ে কাপ জেতার দাবিদার হয়ে উঠল, তাতে তাদের প্রশংসা করতেই হয়। টস জিতে প্রথম সেমিফাইনালে যখন পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন কেন উইলিয়ামসন, তখন মনেই হয়েছিল শক্তিশালী পাকিস্তানি বোলিং লাইন আপের বিপক্ষে বড় রান করতে মরিয়া হবে কিউয়িরা।
advertisement
advertisement
কিন্তু প্রথম ওভারেই এলবিডব্লিউ শাহিনের বলে ফিরে গেলেন ফিন অ্যালেন (৪)। এরপর কোনওয়ে ( ২১) খেলাটা ধরে ফেললেও শাদাব খানের ডিরেক্ট হিটে ফিরে গেলেন। চূড়ান্ত ফ্লপ গ্লেন ফিলিপস (৬)। নওয়াজের বলে কট অ্যান্ড বোল্ড হলেন। প্রথম ১০ ওভারের পর নিউজিল্যান্ডের রান ছিল ৫৯/৩। অধিনায়ক উইলিয়ামসন বড় শট খেলতে না পারলেও, সিঙ্গল এবং ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন।
advertisement
দেখেই মনে হচ্ছিল তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকার। দ্যারেল মিচেল চেষ্টা করলেন অধিনায়ককে সহায়তা করতে। উইলিয়ামসন জানতেন আজ তিনি যত বেশিক্ষণ উইকেটে সময় কাটাবেন, ততই বড় রান তোলার পথে যেতে পারবে তার দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনালে পাকিস্তান, নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতের অপেক্ষায় বাবর-রিজওয়ানরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement