‘‘প্রয়োজনে হৃদয় ও কিডনি বার করে আনো, ইংরেজদের ফেলে মারো’’- বিস্ফোরক শোয়েব আখতার
- Published by:Debalina Datta
Last Updated:
জো রুটের বাঁ হাতে ব্যাট করা নিয়ে তুলকালাম জারি
#কলকাতা: পাকিস্তান বনাম ইংল্যান্ডের (Pakistan vs England) রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে৷ আর সেই ম্যাচ নানা কারণে শিরোনামে আসছে৷ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৬৪ রানে ডিক্লেয়ার দেয়৷ পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৪ সেশনে ৩৪৩ রান তোলার দরকার ছিল৷ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের জো রুটের বাঁ হাতে ব্যাটিং নিয়ে জোর চর্চা৷ পাকিস্তানের জোরে বোলার শোয়েব আখতার এইভাবে পাকিস্তানের খোরাক বানানোর জন্য রেগে আগুন৷ তিনি বলেছেন পাকিস্তানকে ভাল খেলে এই বিষয়ের জবাব দিতে হবে৷
শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘ইংল্যান্ড আমাদের নিয়ে খোরাক করেছে৷ জো রুট উল্টো হাতে খেলছে৷ এটা দেখে আমার আজব লেগেছে৷ পাকিস্তানকে এখন ৩.৫ গড়ে রান করতে হবে৷ যদি ইংল্যান্ডকে মারতে পারে তাহলে বিশ্বাস বাড়বে, আর ইংলিশ দলের কনফিডেন্স ভাঙবে বুঝবে পাকিস্তান দলকে সিরিয়াসলি নিচ্ছিল না৷ ’’
advertisement
advertisement
শোয়েব জানিয়েছে ইংল্যান্ডকে মারতে হলে এবার পাকিস্তানকে হৃদয়, কিডনি বার করে খেলতে হবে৷ পাকিস্তান দলকে তিনি ‘Bazball’ খেলার পরামর্শ দিয়েছেন৷ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে শোয়েব আখতার ঘোষণা করেছেন এইভাবে করে ইংল্যান্ড দল খুবই খারাপ কাজ করেছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 4:10 PM IST

