Padmashree Award: পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বজরং পুনিয়া, নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানালেন এই কথা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Padmashree Award: এই বছরের শুরু থেকেই ভারতীয় কুস্তিগীরদের একটি অংশ ভারতীয় রেসলিং ফেডারেশনে ব্রিজভূষণ শরণ সিংয়ের দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাচারিতা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করছিল৷
নয়াদিল্লি: বজরং পুনিয়া ফিরিয়ে দেবেন পদ্মশ্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতীয় কুস্তিগীর এবং অলিম্পিক্স পদক বিজয়ী বজরং পুনিয়া একটি দীর্ঘ চিঠি লিখেছেন। অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছিল, তাই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়ে দীর্ঘদিন অবস্থান বিক্ষোভ করেছিলেন৷
কিন্তু সেই বিক্ষোভের কোনও বাদ-প্রতিবাদ না হওয়ায় তাঁর লিখিত চিঠিতে তিনি তাঁর দাবি না শোনায় পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথাও বলেছেন।
Wrestler Bajrang Punia tweets “I am returning my Padmashree award to the Prime Minister…” pic.twitter.com/9e0pne7p0x
— ANI (@ANI) December 22, 2023
advertisement
আসলে, এই বছরের শুরু থেকেই ভারতীয় কুস্তিগীরদের একটি অংশ ভারতীয় রেসলিং ফেডারেশনে ব্রিজভূষণ শরণ সিংয়ের দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাচারিতা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করছিল৷ ব্রিজভূষণের বিরুদ্ধেও মহিলা কুস্তিগীরদের যৌন শোষণের মারাত্মক অভিযোগ রয়েছে। ব্রিজভূষণ শরণ সিং একজন বিজেপি সাংসদ এবং দীর্ঘদিন ধরে ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ছিলেন।
advertisement
আরও পড়ুন – Healthy Lifestyle: উপকারী তাই এই ফল খান, আর অকাজের ভেবে ফেলে দেন পাতাটি, গুণ জানলে মাথা ঘুরে যাবে
কুস্তিগীরদের দীর্ঘ আন্দোলনের পর সম্প্রতি ব্রিজভূষণ সিংকে সভাপতির পদ ছাড়কে বাধ্য হন৷ তবে যে নতুন ব্যক্তিকে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তিনিও ব্রজভূষণ সিংয়ের শিবিরের।
advertisement
ফলে গত ১১ মাস ধরে কুস্তিগীরদের আন্দোলন একেবারেই অযৌক্তিক হয়ে পড়েছে। এই কারণেই পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন বজরং পুনিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2023 5:43 PM IST