৩৬ বছরের অধরা বিশ্বকাপ উঠবে মেসির হাতেই! বলছেন আর্জেন্টিনার `মিস্টার অক্টোপাস'

Last Updated:

Pablo Zabaleta Argentine football legend believes Lionel Messi will bring World Cup back after 36 years. ৩৬ বছরের অধরা বিশ্বকাপ উঠবে মেসির হাতেই! বলছেন আর্জেন্টিনার `মিস্টার অক্টোপাস'

মেসির সঙ্গে বহু ম্যাচ খেলেছেন পাবলো জাবালেটা
মেসির সঙ্গে বহু ম্যাচ খেলেছেন পাবলো জাবালেটা
#রোজারিও: আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত হন তিনি। মজা করে কেউ কেউ ডাকেন আর্জেন্টিনা অক্টোপাস। আসলে যেভাবে স্ট্রাইকারদের থেকে বল কেড়ে নিতেন তাতেই এই নাম হয়েছিল। যেবার লিওনেল মেসি কলকাতায় এসেছিলেন, তখন সেই আর্জেন্টাইন দলের সঙ্গেও কলকাতায় এসেছিলেন পাবলো জাবালেতা।
ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে খেলেছেন দাপটের সঙ্গে। এখন অবশ্য ফুটবল থেকে দূরে। সেই জাবালেতা জানিয়েছেন এবারের আর্জেন্টিনা দলটা সবদিক থেকে কমপ্লিট। ডিফেন্স, মাঝমাঠ এবং আক্রমণ ভাগ - তিনটে বিভাগেই তৈরি হয়ে কাতারে গেছেন মেসিরা। সবচেয়ে বড় কথা লিওনেল মেসিকে রিটার্ন বল খেলাতে পারেন, এমন তিন চার জন খেলোয়াড় আছে।
advertisement
ডিফেন্সে রোমের, গঞ্জালো, ওটামেন্দি, ট্যাগলিফিকো ধারাবাহিক। মাঝখানে ডে পল, পারদেস, ইঞ্জো, প্যালাসিও নিয়ন্ত্রণ করতে পারেন অনেকটা জায়গা। আর সামনে মেসিকে সাহায্য করার জন্য ডি মারিয়া, মার্টিনেজ রয়েছেন। তার চেয়ে বড় কথা দলটা অপরাজিত থাকার রেকর্ড করেছে। বিশ্বকাপে রওনা হওয়ার আগে আরব আমিরাতকে ৫ গোল দিয়েছে।
advertisement
কোচ হিসেবে স্কালোনি দুর্দান্তভাবে প্রস্তুত করেছেন ছেলেদের। দলের মধ্যে আনন্দ এবং ফুর্তি বিরাজ করছে। দেখে মনে হচ্ছে কোনও চাপ হলে বস্তু নেই আর্জেন্টিনার ড্রেসিংরুমে। এসব দেখেই জাবালেটা নিশ্চিত সোনার সুযোগ এবার মেসির আর্জেন্টিনার সামনে বিশ্বকাপ জেতার। কোপা আমেরিকা হয়েছে। এবার বিশ্বকাপও হবে।
advertisement
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সাম্প্রতিক পারফরম্যান্স আশার পালে হাওয়া দিচ্ছে আর্জেন্টাইনদের। দলটির প্রাক্তন ডিফেন্ডার পাবলো জাবালেতাও বিশ্বাস করেন, এবার বিশ্বকাপ জিতে নিতে পারে আর্জেন্টিনা। ৩৬ বছর ধরে অধরা হয়ে আছে বিশ্বকাপ। সেই অপেক্ষা ফুরাতেই কাতারে পা রেখেছে লিওনেল স্কালোনির দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৩৬ বছরের অধরা বিশ্বকাপ উঠবে মেসির হাতেই! বলছেন আর্জেন্টিনার `মিস্টার অক্টোপাস'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement