৩৬ বছরের অধরা বিশ্বকাপ উঠবে মেসির হাতেই! বলছেন আর্জেন্টিনার `মিস্টার অক্টোপাস'

Last Updated:

Pablo Zabaleta Argentine football legend believes Lionel Messi will bring World Cup back after 36 years. ৩৬ বছরের অধরা বিশ্বকাপ উঠবে মেসির হাতেই! বলছেন আর্জেন্টিনার `মিস্টার অক্টোপাস'

মেসির সঙ্গে বহু ম্যাচ খেলেছেন পাবলো জাবালেটা
মেসির সঙ্গে বহু ম্যাচ খেলেছেন পাবলো জাবালেটা
#রোজারিও: আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত হন তিনি। মজা করে কেউ কেউ ডাকেন আর্জেন্টিনা অক্টোপাস। আসলে যেভাবে স্ট্রাইকারদের থেকে বল কেড়ে নিতেন তাতেই এই নাম হয়েছিল। যেবার লিওনেল মেসি কলকাতায় এসেছিলেন, তখন সেই আর্জেন্টাইন দলের সঙ্গেও কলকাতায় এসেছিলেন পাবলো জাবালেতা।
ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে খেলেছেন দাপটের সঙ্গে। এখন অবশ্য ফুটবল থেকে দূরে। সেই জাবালেতা জানিয়েছেন এবারের আর্জেন্টিনা দলটা সবদিক থেকে কমপ্লিট। ডিফেন্স, মাঝমাঠ এবং আক্রমণ ভাগ - তিনটে বিভাগেই তৈরি হয়ে কাতারে গেছেন মেসিরা। সবচেয়ে বড় কথা লিওনেল মেসিকে রিটার্ন বল খেলাতে পারেন, এমন তিন চার জন খেলোয়াড় আছে।
advertisement
ডিফেন্সে রোমের, গঞ্জালো, ওটামেন্দি, ট্যাগলিফিকো ধারাবাহিক। মাঝখানে ডে পল, পারদেস, ইঞ্জো, প্যালাসিও নিয়ন্ত্রণ করতে পারেন অনেকটা জায়গা। আর সামনে মেসিকে সাহায্য করার জন্য ডি মারিয়া, মার্টিনেজ রয়েছেন। তার চেয়ে বড় কথা দলটা অপরাজিত থাকার রেকর্ড করেছে। বিশ্বকাপে রওনা হওয়ার আগে আরব আমিরাতকে ৫ গোল দিয়েছে।
advertisement
কোচ হিসেবে স্কালোনি দুর্দান্তভাবে প্রস্তুত করেছেন ছেলেদের। দলের মধ্যে আনন্দ এবং ফুর্তি বিরাজ করছে। দেখে মনে হচ্ছে কোনও চাপ হলে বস্তু নেই আর্জেন্টিনার ড্রেসিংরুমে। এসব দেখেই জাবালেটা নিশ্চিত সোনার সুযোগ এবার মেসির আর্জেন্টিনার সামনে বিশ্বকাপ জেতার। কোপা আমেরিকা হয়েছে। এবার বিশ্বকাপও হবে।
advertisement
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সাম্প্রতিক পারফরম্যান্স আশার পালে হাওয়া দিচ্ছে আর্জেন্টাইনদের। দলটির প্রাক্তন ডিফেন্ডার পাবলো জাবালেতাও বিশ্বাস করেন, এবার বিশ্বকাপ জিতে নিতে পারে আর্জেন্টিনা। ৩৬ বছর ধরে অধরা হয়ে আছে বিশ্বকাপ। সেই অপেক্ষা ফুরাতেই কাতারে পা রেখেছে লিওনেল স্কালোনির দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৩৬ বছরের অধরা বিশ্বকাপ উঠবে মেসির হাতেই! বলছেন আর্জেন্টিনার `মিস্টার অক্টোপাস'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement