হ্যান্ডসকম্ব কি আদৌ ক্যাচটা ঠিকঠাক নিয়েছিলেন ? পারথে কোহলির আউট নিয়ে বিতর্ক
Last Updated:
#পারথ: বিরাট শতরানেই পারথে ভারত পিছিয়ে ১৭৫ রানে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান চার উইকেটে ১৩২। ২৮৩ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। ১২৩ রানে আউট ক্যাপ্টেন কোহলি। তবে এসব ছাপিয়ে রবিবারের পারথ আলোচনায় রইল বিরাটের আউট নিয়ে।
ওয়াকা নয়, নতুন স্টেডিয়ামেও অস্ট্রেলিয়া ক্রিকেটের উট পাহাড় বলা যাবে পারথকে। আর সেই মাঠেই এই সিরিজের নতুন তর্ক উসকে দিল। ১২৩ রানে তখন ব্যাট করছিলেন বিরাট। কামিন্সের বলে হ্যান্ডকম্বসের ক্যাচ নিয়ে দিনভর চলল আলোচনা। ফিল্ড আম্পায়ার থেকে তৃতীয় আম্পায়ার সবার চোখেই আউট বিরাট। কিন্তু ১২৫ কোটির ভারতীয়র মনে একটা প্রশ্ন থেকেই গেল। প্রযুক্তি এসেছে। তা পুরোপুরি ফিট কীনা, তা নিয়ে এই আউট অবশ্য বিতর্ক উসকে দিল।
advertisement
advertisement
এদিন ২৫তম টেস্ট শতরানের সঙ্গেই অস্ট্রেলিয়ার মাঠে হাফডজন শতরান করে সচিনকে ছুঁয়ে ফেললেন ভারতীয় ক্রিকেটের নতুন রেকর্ড প্লেয়ার। তারপরেও দিনের শেষে ভারত পিছিয়ে ১৭৫ রানে। সৌজন্যে ন্যাথন লিয়ঁ। তাঁর ৬৭ রানে পাঁচ উইকেট, কোথাও যেন এই টেস্টে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। দিনের শেষে শামির দু'উইকেট একটু ম্যাচে ফেরাল ভারতকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2018 7:46 PM IST