৫৭ বছর আগে বপন করা গাছের স্মৃতি ফিরে এল অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে!
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
১৯৬৪ সালের টোকিও অলিম্পিকের সময়, অংশ নেওয়া সমস্ত দেশের ক্রীড়াবিদরা তাদের সাথে স্মরণীয় গাছ হিসাবে বপন করার জন্য বীজ নিয়ে এসেছিল। সারা পৃথিবী থেকে বহন করা এই বীজগুলি পুরো জাপানে বিতরণ করা হয়েছিল
জাপান অলিম্পিক যাদুঘরটি নির্মাণ করতে ব্যবহৃত হয়েছে এবং অনুষ্ঠানেও ব্যবহৃত হত। দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। ভিলেজের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় শেষ মুহূর্তেও অলিম্পিক্স বাতিল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল আয়োজক প্রধানের কথায়। তবে উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্বস্তি দিল ক্রীড়াপ্রেমীদের মনে।
An #olympics fact for you… The wood used to carve the Olympic Rings in the #Tokyo2020 opening ceremony tonight are made from the trees which were planted by 🇯🇵’s athletes at the 1964 Games - the last time Japan hosted the Olympics #bbcolympics pic.twitter.com/gNPraNIzGX
— Nick Hope - the dyslexic journalist🎙️👨💻🏊🏻♂️ (@NickHopeTV) July 23, 2021
advertisement
advertisement
জাপানে যদিও অলিম্পিক্সের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সাধারণ মানুষের দাবি এই প্রতিযোগিতা বন্ধ করার। তাঁদের আশঙ্কা এই প্রতিযোগিতা করোনা সংক্রমণ আরও বাড়িয়ে দেবে জাপানে। করোনা অতিমারির কারণে বহু মানুষকে হারিয়েছে এই পৃথিবী। তাঁদের উদ্দেশে সমবেদনা জানিয়ে শুরু হল এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। নীরবতা পালন করা হয় তাঁদের জন্য। গত বছর হওয়ার কথা থাকলেও করোনার জন্যই পিছিয়ে যায় অলিম্পিক্স। বহু অপেক্ষার পর শুক্রবার থেকে শুরু হল সেই প্রতিযোগিতা। অতীতে মিউনিখে জঙ্গি হামলায় নিহত ইজরায়েলী অ্যাথলিটদের শ্রদ্ধা জানানো হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2021 6:21 PM IST

