৫৭ বছর আগে বপন করা গাছের স্মৃতি ফিরে এল অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে!

Last Updated:

১৯৬৪ সালের টোকিও অলিম্পিকের সময়, অংশ নেওয়া সমস্ত দেশের ক্রীড়াবিদরা তাদের সাথে স্মরণীয় গাছ হিসাবে বপন করার জন্য বীজ নিয়ে এসেছিল। সারা পৃথিবী থেকে বহন করা এই বীজগুলি পুরো জাপানে বিতরণ করা হয়েছিল

বিশেষ কাঠের রিং
বিশেষ কাঠের রিং
জাপান অলিম্পিক যাদুঘরটি নির্মাণ করতে ব্যবহৃত হয়েছে এবং অনুষ্ঠানেও ব্যবহৃত হত। দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। ভিলেজের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় শেষ মুহূর্তেও অলিম্পিক্স বাতিল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল আয়োজক প্রধানের কথায়। তবে উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্বস্তি দিল ক্রীড়াপ্রেমীদের মনে।
advertisement
advertisement
জাপানে যদিও অলিম্পিক্সের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সাধারণ মানুষের দাবি এই প্রতিযোগিতা বন্ধ করার। তাঁদের আশঙ্কা এই প্রতিযোগিতা করোনা সংক্রমণ আরও বাড়িয়ে দেবে জাপানে। করোনা অতিমারির কারণে বহু মানুষকে হারিয়েছে এই পৃথিবী। তাঁদের উদ্দেশে সমবেদনা জানিয়ে শুরু হল এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। নীরবতা পালন করা হয় তাঁদের জন্য। গত বছর হওয়ার কথা থাকলেও করোনার জন্যই পিছিয়ে যায় অলিম্পিক্স। বহু অপেক্ষার পর শুক্রবার থেকে শুরু হল সেই প্রতিযোগিতা। অতীতে মিউনিখে জঙ্গি হামলায় নিহত ইজরায়েলী অ্যাথলিটদের শ্রদ্ধা জানানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৫৭ বছর আগে বপন করা গাছের স্মৃতি ফিরে এল অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে!
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement