Tokyo Olympics 2020: হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পরের রাউন্ডে সুমিত নাগাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sumit Nagal defeats Denis Istomin: তিন ঘণ্টার লড়াইয়ের পর হারালেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে ৷ খেলার ফল ৬-৪, ৬-৭ এবং ৬-৪ ৷
টোকিও: টোকিও অলিম্পিকের শুরুটা খুব একটা খারাপ হল না ভারতের ৷ অলিম্পিক শুরুর দ্বিতীয় দিনেই ভারোত্তোলনে দেশকে প্রথম পদক এনে দিলেন মীরাবাঈ চানু ৷ পাশাপাশি টেনিসে প্রথম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় পেলেন ভারতের সুমিত নাগাল ৷ তিন ঘণ্টার লড়াইয়ের পর হারালেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে ৷ খেলার ফল ৬-৪, ৬-৭ এবং ৬-৪ ৷
সুমিত নাগাল হলেন তৃতীয় ভারতীয় টেনিস খেলোয়াড়, যিনি অলিম্পিকে সিঙ্গলসে ম্যাচ জিতলেন ৷ এর আগে জিশান আলি এবং লিয়েন্ডার পেজই অলিম্পিক টেনিসে সিঙ্গলসে ম্যাচ জিতেছিলেন ৷ ১৯৮৮-এর সিওল অলিম্পিকে একটি ম্যাচ জেতেন জিশান আলি ৷ এবং কিংবদন্তি লিয়েন্ডার পেজ ১৯৯৬ অ্যাটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সিঙ্গলসেই ৷
NAGAL INTO OLYMPICS R2 AFTER 3 HR THRILLER
🇮🇳Sumit Nagal let a 6-4 5-2 lead slip, but eventually beat 🇺🇿Denis Istomin Sumit becomes the first Indian male to win a round at the Olympics Singles since Leander Paes. He will take on ATP #2 🇷🇺Daniil Medvedev next pic.twitter.com/FZ4J5111yn — Indian Tennis Daily (@IndTennisDaily) July 24, 2021
advertisement
advertisement
এদিন প্রথম সেট জিততে নাগালের খুব একটা সমস্যা না হলেও দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর জিতে নেন ইস্তোমিন ৷ এরপর তৃতীয় সেটে উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারাতে খুব একটা সমস্যা হয়নি সুমিত নাগালের ৷
টেনিসের পাশাপাশি ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের প্রথম ম্যাচে চিনা তাইপেই-র ইয়াং লি ও লি-লিন ওয়াং জুটিকে ২১-১৬, ১৬-২১, ২৭-২৫ গেমে হারালেন ভারতের সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2021 12:46 PM IST

