Mirabai Chanu In Tokyo Olympics: কয়েক ঘণ্টার মধ্যে দেশে ফিরছেন মীরাবাঈ, টোকিও থেকে দিলেন ভিডিও বার্তা

Last Updated:

২১ বছর পর অলিম্পিক্সের ভারোত্তোলনে রুপো জিতে দেশে ফিরছেন মীরাবাই চানু। তার আগে দেশবাসীর উদ্দেশে তিনি কী বললেন শুনুন।

#টোকিও: গোটা দেশে গর্বিত করেছেন তিনি। দেশের মানুষও তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মণিপুরে তাঁর গ্রাম নংপক কাকচিংয়ের মানুষরাও মেয়ের জন্য অপেক্ষা করছেন। আর কয়েক ঘণ্টার মধ্যেই দেশে ফিরছেন টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানু। সোমবার বিকেল চারটে বেজে ৪৫ মিনিটে তিনি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামবেন। ২১ বছর পর অলিম্পিকে ভারোত্তোলনে আবার পদক এসেছে ভারতের ঘরে। ২০০০ সালে সিডনি অলিম্পিকে কর্নম মালেশ্বরী ব্রোঞ্জ জিতেছিলেন। তার ২১ বছর পর মীরাবাঈ চানু আবার দেশকে অলিম্পিকের ভারোত্তোলনে রুপো জেতালেন। এমন গর্বের মুহূর্ত বারবার আসে না।
নংপক কাকচিং গ্রাম সেজে উঠেছে। চানুর পরিবারের লোকজন আগেই জানিয়েছিলেন, তাঁদের মেয়ে ঘরে ফিরলেই সেলিব্রেশন শুরু হবে। শনিবার ৪৯ কেজি বিভাগে নেমেছিলেন মীরাবাঈ। ৮৭ ও ১১৫ কেজি ওজন তুলেছিলেন তিনি। মোট ২০২ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছেন মণিপুরের অ্যাথলিট। ২০১৬ রিও অলিম্পিকে যেটা পারেননি ২০২১ টোকিওতে সেটাই করে দেখালেন তিনি। গত কয়েক বছরে তাঁর কেরিয়ারে ওঠাপড়া লেগেই ছিল। একের পর এক সোনা জয়ের পর ২০১৮ সালে পিঠের যন্ত্রণায় কাবু হয়েছিলেন তিনি। সেই বছর এশিয়ান গেমসেও নামতে পারেননি মীরাবাঈ। এর পর অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
শনিবার রুপো জিতে উঠে মীরাবাঈ বলেছিলেন, ''আমি সোনার জন্য ঝাঁপিয়েছিলাম। কিন্তু ক্লিন অ্যান্ড জার্ক-এ অল্পের জন্য লক্ষ্যে পৌঁছতে পারিনি। নার্ভাস ছিলাম। গোটা দেশ আমাকে দেখছিল। তবে মনে হচ্ছে আমি যেন আর শুধু মণিপুরের মেয়ে নেই। আমি এখন গোটা দেশের মেয়ে। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের সবার শুভেচ্ছা আমাকে এই পদক জিততে সাহায্য করেছে। আমি প্রতিটি দেশবাসীর ভালবাসায় আপ্লুত। এই পদক আমি দেশবাসীর উদ্দেশে উত্সর্গ করলাম।''
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mirabai Chanu In Tokyo Olympics: কয়েক ঘণ্টার মধ্যে দেশে ফিরছেন মীরাবাঈ, টোকিও থেকে দিলেন ভিডিও বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement