Olympic silver Medalist Mirabai Chanu arrives in Imphal: রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষের হাততালি, বাড়ি ফিরলেন মীরাবাঈ চানু
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী মীরাবাঈ চানু ফিরলেন ইম্ফলে।
#ইম্ফল: ঘরের মেয়ে ঘরে ফিরল। তবে খালি হাতে নয়। অলিম্পিকসের মতো মেগা ইভেন্টে রুপোর পদক জিতে। মীরাবাঈ চানু পদক জয়ের পরই মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভিডিও কলে কথা বলেছেন তাঁর সঙ্গে। টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারত্তোলক মীরাবাঈ চানু এদিন ঘরে ফিরলেন। আর মণিপুরের মুখ্যমন্ত্রী শুধুমাত্র সেটুকু করেই শান্ত থাকেননি। এন বীরেন সিং এদিন পৌঁছে যান ইম্ফল বিমানবন্দরে। আগে থেকেই জানা ছিল, মণিপুর ফিরলেই ব্যাপক সংবর্ধনা অপেক্ষা করে রয়েছে মীরাবাঈ চানুর জন্য। হলও তাই। কয়েকশো মানুষ এদিন ইম্ফল বিমানবন্দরে মীরাবাঈ চানুকে সংবর্ধনা জানানোর জন্য হাজির হলেন। অলিম্পিক্সে রুপোজয়ী ক্রীড়াবিদের বাড়ির লোকজনও সময়মতো পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে।
কর্ণম মলেশ্বরীর পর ২১ বছর বাদে ফের ভারোত্তোলনে অলিম্পিক্সে পদক এসেছে ভারতের ঘরে। এদিন ঘরে ফিরে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন মীরাবাঈ চানু। সেই কান্না যে আবেগের তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে মণিপুরের সরকার মীরাবাঈ চানুকে এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে। এদিন বিমানবন্দরে নেমে মীরাবাঈ বলেন, ''আমার কাছে এই পদক জয় স্বপ্ন পূরণ হওয়ার মতো। বছরের পর বছর ধরে এই পদক জয়ের জন্যই প্রশিক্ষণ নিয়েছি। বড় মঞ্চে সব কিছু আমার পক্ষে ছিল। এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। কাঁধের চোটের জন্য অনেক ভুগেছি। কিন্তু গত বছর আমেরিকায় গিয়ে সেই সমস্যা সমাধান হয়েছে। সরকার অনেক সাহায্য করেছে। সরকারি সাহায্য ছাড়া এই পদক জয় হয়তো সম্ভব ছিল না। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম আমাকে অনেক সহায়তা করেছে।''
advertisement
#WATCH People line up Imphal streets to welcome Olympics #Silver medallist #MirabaiChanu#Manipur pic.twitter.com/3ORtNNzIR3
— ANI (@ANI) July 27, 2021
advertisement
#WATCH | Olympic silver medalist weightlifter #MirabaiChanu arrives in Imphal, Manipur. Chief Minister N Biren Singh also arrived at the airport to receive her. pic.twitter.com/FmCvtTQ0Mu
— ANI (@ANI) July 27, 2021
advertisement
এদিন মীরাবাঈয়ের জন্য আসল চমক অপেক্ষা করছিল বিমানবন্দরের বাইরে। রাস্তার ধারে অসংখ্যা মানুষ দাঁড়িয়ে ছিলেন। মীরাবাঈ চানুর গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁরা প্রত্যেকে হাততালি দিচ্ছিলেন। কেউ কেউ আবার হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্রত্যেকেই ঘরের মেয়ের জন্য গর্বিত। কয়েক হাজার মানুষের হাততালির মাঝেই বাড়ি ফিরলেন অলিম্পিক রুপোজয়ী মীরাবাঈ। তিনি আগেই বলে দিয়েছেন, টোকিও এখন অতীত। পরের অলিম্পিকের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চান। আর এবার সোনা জয়ের লক্ষ্য স্থির করে ফেলেছেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2021 6:48 PM IST