Tokyo Olympics 2020: দুর্দান্ত দীপিকা , শেষ ষোলোয় জায়গা নিশ্চিত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Deepika Kumari enters pre quarter finals. আমেরিকার জেনিফার মুনিকো ফার্নান্দেজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেটে হারতে হলেও দ্বিতীয় সেটে ফিরে আসেন ভারতের তিরন্দাজ।
#টোকিও: চলতি অলিম্পিকের শুরুটা মনের মত না হলেও দীপিকা কুমারি (Deepika Kumari) লড়াই ছাড়েননি। বুধবার মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে (archery individual event) সকাল থেকেই যেন অনেক উপেক্ষার জবাব দিতে নেমেছিলেন তিনি। মিক্সড ইভেন্টে জঘন্য প্রদর্শনের পর দেখার ছিল ভারতের তারকা তীরন্দাজ কেমন পারফর্ম করেন। ভুটানের কর্মাকে ৬-০ হারিয়ে সকালেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। আর মার্কিন তীরন্দাজের বিরুদ্ধে জিতে বুঝিয়ে দিলেন পদকের আশা ছাড়তে রাজি নন তিনি।
আমেরিকার জেনিফার মুনিকো ফার্নান্দেজের (Jennifer Mucino Fernandez) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেটে হারতে হলেও দ্বিতীয় সেটে ফিরে আসেন ভারতের তিরন্দাজ। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হারেন দীপিকা। দ্বিতীয় সেটে ২৮-২৫ ব্যবধানে জিতে লড়াইয়ে ফিরে আসেন তিনি। তৃতীয় সেটেও ফের জয় তুলে নেন দীপিকা। ২৭-২৫ ব্যবধানে। তবে চতুর্থ সেট হারতে হয় তাঁকে। মুনিকো এই সেটে জয় পান ২৪-২৫ ব্যবধানে। পঞ্চম সেটে ২৪-২৫ ব্যবধানে জিতে পরের রাউন্ডে (pre quarter finals) যাওয়া নিশ্চিত করেন ভারতের এই তিরন্দাজ।
advertisement
News Flash: #Archery : Deepika Kumari moves into Pre-QF with hard-fought 6-4 win over lowly ranked American archer. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/U9RSzF2X0p
— India_AllSports (@India_AllSports) July 28, 2021
advertisement
ছেলেদের ব্যক্তিগত বিভাগে প্রবীণ যাদবকে দ্বিতীয় রাউন্ডে হারতে হলেও মহিলাদের বিভাগে জয় পেলেন দীপিকা। এই জয়ের ফলে পদকের আরও কাছে চলে এলেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ। দীপিকা এদিন অনেক শান্ত ছিলেন। লক্ষ্যস্থির ছিল। দেখে মনে হচ্ছিল অনেক বেশি ধারাবাহিক।
advertisement
তবে পরের রাউন্ডে আরও কঠিন লড়াই অপেক্ষা করে আছে তার জন্য। দেশজুড়ে শুটিং তারকাদের পাশাপাশি তীরন্দাজদের নিয়েও অনেক সমালোচনা হয়েছে। পদক জিতে দীপিকা জবাব দিতে চাইবেন সেটাই স্বাভাবিক। সামনের পথটা অত্যন্ত কঠিন। দক্ষিণ কোরিয়া, তাইপেই অত্যন্ত শক্তিশালী দল। দেখা যাক দীপিকা লড়াইয়ের দাম পান কিনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2021 4:30 PM IST

