Deepak Punia: সোনার লড়াই শেষ দীপকের, লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Deepak Punia lost to David Morris Taylor. মার্কিন কুস্তিগীর ডেভিড মরিস টেলরকে হারানোর ক্ষমতা হয়তো তার ছিল না। মাত্র তিন মিনিটের মধ্যে ম্যাচটা হেরে গেলেন দীপক। ০-১০ ব্যবধানে আত্মসমর্পণ করলেন বললে ভাল হয়।
#টোকিও: মিনিট কুড়ি আগে রবি দাহীয়া দুরন্ত কামব্যাক করে রূপো নিশ্চিত করেছিলেন। খবরটা শুনে নেমেছিলেন দীপক পুনিয়া। মার্কিন কুস্তিগীর ডেভিড মরিস টেলরকে হারানোর ক্ষমতা হয়তো তার ছিল না। মাত্র তিন মিনিটের মধ্যে ম্যাচটা হেরে গেলেন দীপক। ০-১০ ব্যবধানে আত্মসমর্পণ করলেন বললে ভাল হয়।
.@deepakpunia86 goes down to #USA David Morris Taylor III in the semifinal of the Men’s freestyle 86 Kg. To play for Bronze tomorrow, 5 August #Wrestling#Tokyo2020 #Olympics#Cheer4India pic.twitter.com/GkGFReG3YS
— SAIMedia (@Media_SAI) August 4, 2021
advertisement
তবুও চেষ্টা করেছিলেন। কিন্তু অভিজ্ঞতা এবং যোগ্যতা সবদিক থেকেই এগিয়ে ছিলেন ডেভিড। দুর্দান্ত কাম ব্যাক। ভারতকে গর্বিত করলেন রবি কুমার দাহিয়া। কাজাক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম রাউন্ডে এগিয়ে গেলেও দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়েন অনেকটা। কিন্তু লড়াই ছাড়েননি। দুরন্ত কাম ব্যাক করেন।
advertisement
প্রতিপক্ষকে পিন ডাউন করে জিতে নেন বাউট। কিছুটা চোট পান কাজাক কুস্তিগীর। পঞ্চম ভারতীয় কুস্তিগীর হিসেবে পদক নিশ্চিত করলেন রবি। তবে রবি দীপককে নিজের ভাইয়ের মত ভালোবাসেন। অলিম্পিকে আসার আগে দুজনে একসঙ্গে অনেক দিন রাশিয়াতে অনুশীলন করেছেন।
বৃহস্পতিবার যখন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নামবেন দীপক, তখন রবি তাকে মোটিভেট করবেন বলা বাহুল্য। দেখার ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে পারেন কিনা দীপক।স্বর্ণপদক যখন হাতছাড়া হয়েছে, তখন কমপক্ষে ব্রোঞ্জ নিয়ে বাড়ি ফিরতে চাইছেন দীপক। ব্রোঞ্জ জয়ের ক্ষমতা রয়েছে তার।
Location :
First Published :
August 04, 2021 4:02 PM IST