টোকিও: আশা জাগিয়েও পারলেন না অতনু দাস, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা ৷ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে হারলেন তাঁরা ৷ খেলার ফল ০-৬ ৷ সোমবার সকালেই কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একেবারেই সুবিধা করে উঠতে পারে নি ভারতীয় দল ৷
#Archery : Indian team of Atanu Das, Pravin Jadhav & Tarundeep Rai LOSE to South Korea 0-6 in Men's Team event. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/shdK302cjn
— India_AllSports (@India_AllSports) July 26, 2021
অতনু দাস, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা সোমবার সকালে প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে হারিয়েছিলেন ৬-২-তে ৷ সহজেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত ৷ কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ অতনুদের ৷ সেমিফাইনালে উঠতে ব্যর্থ তাঁরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tokyo Olympics 2020