হোম /খবর /খেলা /
তিরন্দাজিতে হতাশ করলেন অতনু-তরুণদীপরা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে হার

Tokyo Olympics 2020: তিরন্দাজিতে হতাশ করলেন অতনু-তরুণদীপরা, কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে হার ভারতের

Photo Source: Twitter

Photo Source: Twitter

Archery: Men's Team Quarterfinal - India lose to South Korea: সোমবার সকালেই কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একেবারেই সুবিধা করে উঠতে পারে নি ভারতীয় দল ৷

  • Last Updated :
  • Share this:

টোকিও: আশা জাগিয়েও পারলেন না অতনু দাস, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা ৷ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে হারলেন তাঁরা ৷ খেলার ফল ০-৬ ৷ সোমবার সকালেই কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একেবারেই সুবিধা করে উঠতে পারে নি ভারতীয় দল ৷

অতনু দাস, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা সোমবার সকালে প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে হারিয়েছিলেন ৬-২-তে ৷ সহজেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত ৷ কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ অতনুদের ৷ সেমিফাইনালে উঠতে ব্যর্থ তাঁরা ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Tokyo Olympics 2020