Tokyo Olympics 2020: টেবল টেনিসে হতাশ করলেন বাংলার মেয়ে, পর্তুগালের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শোচনীয় হার সুতীর্থার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sutirtha Mukherjee bows out after losing in Round 2: দ্বিতীয় রাউন্ডেই মুখ থুবড়ে পড়লেন সুতীর্থা ৷ হারলেন ০-৪ গেমে ৷
টোকিও: বিশ্ব র্যাঙ্কিংয়ে তাঁর থেকে অনেংকাংশেই এগিয়ে পর্তুগালের ফু ইউ ৷ তবে যেভাবে প্রথম রাউন্ডের ম্যাচে জিতেছিলেন, তাতে বাংলার টেবল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee) অলিম্পিকে পদক জয়ের আশা জাগিয়েছিলেন ৷ কিন্তু দ্বিতীয় রাউন্ডেই মুখ থুবড়ে পড়লেন তিনি ৷ হারলেন ০-৪ গেমে ৷ খেলার ফল ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ ৷
#TableTennis : Sutirtha Mukherjee goes down to higher ranked Fu Yu (WR 55) 0-4 in 2nd round. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/8o3TnW4BBq
— India_AllSports (@India_AllSports) July 26, 2021
advertisement
পর্তুগালের ফু ইউ এবারের অলিম্পিকে বাছাই খেলোয়াড় হলেও সুতীর্থার থেকে আরও বেশি লড়াই আশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা ৷ কিন্তু এদিন ম্যাচে একবারের জন্যও ঘুরে দাঁড়াতে পারেননি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বাংলার টেবল টেনিস তারকা ৷ সহজেই ম্যাচ জিতে নেন ফু ইউ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2021 9:32 AM IST

