টোকিও: টোকিও রওনা হওয়ার আগে বিশ্বের ৩২ নম্বর টেবল টেনিস প্লেয়ার শরৎ কমল জানিয়েছিলেন, ‘‘ স্ত্রী বলছে, এটাই নাকি আমার শেষ অলিম্পিক। আমি অবশ্য সেরকম কিছু ভাবছি না। ২০২২ এশিয়ান ও কমনওয়েলথ গেমস রয়েছে। এই দুটি প্রতিযোগিতায় ভাল পারফর্ম করতে শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখতে হবে। সাফল্য পেলে ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার চেষ্টা করব।’’
শনিবার টেবল টেনিসের মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচে বিশ্বের একনম্বর চিনা তাইপেই জুটি ইউন লিন ও চিং চেং-এর বিরুদ্ধে স্ট্রেট গেমেই হারলেন শরৎ কমল এবং মণিকা বাত্রা ৷ খেলার ফল ৮-১১, ৬-১১, ৫-১১, ৪-১১ ৷ এদিন তাইপেই জুটির বিরুদ্ধে কোনও লড়াই করতে পারেননি ভারতের দুই তারকা টেবল টেনিস খেলোয়াড় ৷
Table Tennis: Sharath Kamal/ Manika Batra go down rather tamely 0-4 to World No. 1 Lin Yun Ju/Cheng I Ching (TPE) in 1st round of Mixed Doubles. Manika & Sutritha will be in action later today for their respective Singles matches. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/1pCc5xgTGE
— India_AllSports (@India_AllSports) July 24, 2021
এ বারের অলিম্পিকে সব থেকে বড় দল পাঠিয়েছে ভারত। ১২৭ জন গিয়েছেন টোকিও অলিম্পিকে অংশ নিতে। ফলে অন্য বারের তুলনায় এই বার পদক সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা অনেকের। তিরন্দাজ, কুস্তি, বক্সিং, শুটিং, ব্যাডমিন্টনে পদকের আশা সব থেকে বেশি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tokyo Olympics 2020