Tokyo Olympics 2020: জিতেও অধরা টোকিও অলিম্পিক্সের কোয়ার্টারের টিকিট, হতাশ সাত্ত্বিক-চিরাগ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ব্যাডমিন্টন প্লেয়ারদের জুটি আশা জাগিয়েও খালি হাতেই ফিরবে...
#টোকিও: গ্রেট ব্রিটেনের বেন লেন ও সিন ভ্যান্ডির বিরুদ্ধে ২১-১৭ , ২১-১৯ জিতলেও Tokyo Olympics 2020-র কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়া হল না ভারতীয় জুটি সাত্ত্বিক -চিরাগের৷ বিশ্বের দশ নম্বর ডাবলস ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাই রাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)৷ তাঁরা ম্যাচ শুরুর আগেই জানতেন মেডেল পর্বের লড়াইতে তাঁরা যেতে পারছেন না৷ তাঁদের ফাইনাল গ্রুপ এ ম্যাচে প্রতিপক্ষ ছিলেন ব্রিটিশ জুটি বেন লেন ও সিন ভ্যান্ডি ৷ তারা বিশ্বের ১৮ তম বাছাই৷ গ্রুপ থেকে প্রথম দুটি দল হিসেবে অন্য দুটি দল কোয়ার্টারে চলে যায়৷
গ্রুপ বিভাগ হিসেবে সত্ত্বিক ও চিরাগ যে গ্রুপে ছিলেন সেটিকে এবারের অলিম্পিক্সে গ্রুপ অফ ডেথ (Group of Death) বলা হচ্ছিল৷ অভিষেক ম্যাচে তরুণ এই জুটি ভালো শুরু করেছিল বিশ্বের তৃতীয় জুটির বিরুদ্ধে৷ কিন্তু চাইনিজ তাইপেইয়ের লি ইয়াং ও ওয়াং চি লিন জয় পায়৷ এরপর বিশ্বের এক নম্বর জুটি ইন্দোনেশিয়ার কাছেও তারা দ্বিতীয় ম্যাচে হারে৷
advertisement
সাত্ত্বিক ও চিরাগের অলিম্পিক গেমসে অভিযান খারাপ ভাগ্য দিয়ে শেষ হল যখন তারা ম্যাচ জিতেও কোয়ার্টার ফাইনালে যেতে পারল না৷ কারণ সাত্ত্বিক -চিরাগদের ম্যাচের আগেই বিশ্বের এক নম্বর জুটি নিজেদের শেষ গ্রুপ ম্যাচ চাইনিজ তাইপেইয়ের কাছে হেরে গেল৷ তাদের খেলার ফল ছিল ১৮-২১, ২১-১৫, ১৭-২১৷
advertisement
Kudos to Men's Doubles pair of Satwik Sairaj Rankireddy and Chirag Shetty on winning the match against Team Great Britain 2-0.
Their journey in #Tokyo2020 has been thrilling, however they fail to qualify for the next stage.#badminton #Olympics #Cheer4India — SAIMedia (@Media_SAI) July 27, 2021
advertisement
পুরুষদের ডাবলসে শুধুমাত্র ২ টি দলই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট পায়৷ কিন্তু তাদের হারের পর তারা আর দু নম্বর দল হিসেবে যোগ্যতা অর্জন করতে পারল না৷
Location :
First Published :
July 27, 2021 11:34 AM IST