Tokyo Olympics 2020: রোয়িংয়ে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের, সেমিফাইনালে উঠলেন অর্জুন,অরবিন্দরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দুর্দান্ত পারফরম্যান্স অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং-এর ৷ পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস রিপিচেজে তাঁরা সেমিফাইনালে উঠলেন ৷
টোকিও: রোয়িংয়ে যতটা আশা করা হয়েছিল, তার থেকে বেশি ভাল পারফরম্যান্স করলেন ভারতের দুই রোয়ার অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং ৷ পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস রিপিচেজে তাঁরা সেমিফাইনালে উঠলেন ৷
Indian rowers Arjun Lal Jat and Arvind Singh finishes 3rd in #Repechage event at #Tokyo2020 with the timing of 6:51.36; qualify for Semifinal A/B#Cheer4India#TeamIndia @IndiaSports @Media_SAI @WeAreTeamIndia
— DD News (@DDNewslive) July 25, 2021
advertisement
সি ফরেস্ট ওয়াটারওয়ে-তে রবিবার ভারতের দুই রোয়ার ৬:৫১.৩৬ সময় করে তৃতীয় স্থানে শেষ করেন ৷ পোল্যান্ডের জার্জি কোলস্কি এবং আর্টার মিকোলাজওয়েস্কি প্রথম হন ৷ তাঁদের সময় ৬:৪৩.৪৪ ৷ দ্বিতীয় স্থানে শেষ করেন স্পেনের কেতানো হোর্তা পম্বো এবং মানেল বালেস্তেগুই ৷ তাঁদের সময় ৬:৪৫.৭১ ৷ সেমিফাইনালের লড়াইয়ে তাঁরা নামবেন আগামী ২৭ জুলাই ৷
Location :
First Published :
July 25, 2021 8:41 AM IST