#টোকিও: করোনাকালে বেশ কিছুদিন খেলার থেকে দূরে ছিলেন, কিছু সমস্যাও তৈরি হয়েছিল৷ কিন্তু কোথাও কী টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) প্রথম রাউন্ডে ইজরায়েলের পলিকারপভা সেনীয়াকের বিরুদ্ধে ছন্দে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)৷
১২ মিনিটে প্রথম গেম ২১-৭ জিতে নেন সিন্ধু, ৫-৫ থেকে গেম নিজের দখলে নিতে এক মুহূর্ত সময় নষ্ট করেননি সিন্ধু৷ দ্বিতীয় গেম জেতেন ২১-১০৷ মাত্র ২১ মিনিটে জিতে নেন ৷
𝗢𝗡 𝗔 𝗥𝗢𝗟𝗟 🥳
2016 Rio Olympics 🥈 medalist @Pvsindhu1 starts off her @Tokyo2020 campaign on a brilliant note as she comfortably beats 🇮🇱's Polikarpova 21-7, 21-10 in her first match of Group J 🤩#SmashfortheGlory#badminton#Tokyo2020#Cheer4India#TeamIndia pic.twitter.com/XQt6d5TjnL — BAI Media (@BAI_Media) July 25, 2021
ইজরায়েলের পলিকারপভা সেনীয়া তালিকায় সিন্ধুর থেকে অনেকটা পিছিয়ে। কিন্তু প্রতিপক্ষকে হালকা করে দেখছিলেন না ভারতের ব্যাডমিন্টন সেন্সেশন। ইজরায়েলের এই প্রতিপক্ষ প্রথম ইজরায়েলি মেয়ে যিনি অলিম্পিক্সে দেশের হয়ে ব্যাডমিন্টন খেলছেন৷ তবে প্রথমে একটু ঝাঁঝ দেখালেও সিন্ধু খাপ খুলতেই আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আনফোর্ডস এরর শুরু করেন৷
লড়াইয়ে নামার আগে সিন্ধু মোটিভেশন খুঁজেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে। টোকিয়ো রওনা হওয়ার আগে অলিম্পিক্সের ওয়েবসাইটে সিন্ধু বলেছিলেন, ‘‘রোনাল্ডো যে ভাবে খেলেন, তা নিয়ে মুগ্ধতা প্রকাশ করার ভাষা নেই। ওঁর দক্ষতা, টেকনিক দুর্ধর্ষ।’’
তবে ব্যাডমিন্টন এর বিশ্বের সেরা স্পেনের ক্যারোলিনা মারিন এবার নেই। কিন্তু চাইনিজ তাইপেই, চিনের একাধিক প্লেয়ার কঠিন চ্যালেঞ্জ দিতে পারেন৷ প্রতিপক্ষরা কে কিরকম ফর্মে রয়েছেন তা জানা নেই কারণ করোনার জন্য অলিম্পিক্সের আগে কোনও বড় টুর্নামেন্ট খেলা যায়নি৷ পদকের রুপোলি রঙটা এবার জাপানে সোনালি করতেই হবে তাঁকে। ব্রাজিলে যেখানে থামতে হয়েছিল, জাপানে আরও ওপরে ওঠাই একমাত্র লক্ষ্য। কিন্তু ধাপে ধাপে ভাবতে চান। একটা করে ম্যাচ ধরে এগোতে চান। এটাই তো উন্নতির লক্ষণ।
বিগত কয়েক মাস নতুন কোচের কাছে শিখেছেন প্রতিপক্ষের মানসিকতা বুঝতে গেলে কী করতে হবে। ম্যাচ চলাকালীন নিজের কাউন্টার প্ল্যান তৈরি করতে হবে। সবমিলিয়ে শুধু প্রতিভা নয়, ট্যাকটিক্যাল দিক থেকেও এবার অনেক পরিণত সিন্ধুকে দেখা যাওয়ার আশা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।