• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • Tokyo Olympics: ধেয়ে আসছে প্রবল তুফান, টোকিও অলিম্পিক্সে কতটা প্রভাব আশঙ্কা

Tokyo Olympics: ধেয়ে আসছে প্রবল তুফান, টোকিও অলিম্পিক্সে কতটা প্রভাব আশঙ্কা

tokyo olympics 2020 organizers are forced to reschedule event due to storm -Photo- AP

tokyo olympics 2020 organizers are forced to reschedule event due to storm -Photo- AP

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) এবার ঘন কালো তুফানের খতরনাক ছায়া...

 • Share this:

  #টোকিও: করোনা ভাইরাস অতিমারির  (Coronavirus) জেরে এক বছর পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক্স ২০২০ (Tokyo Olympics 2020) ৷ এবার শুরু হওয়ার পর অলিম্পিক্সে আবহাওয়া খুবই ভালো ছিল৷ প্রকৃতি৷ কিন্তু হঠাৎ করেই প্রকৃতির ফেরবদল৷ বড় এক তুফানের সামনে দাঁড়িয়ে জাপান৷ যদি তুফান মারাত্মক আকারে হয় তাহলে বিভিন্ন খেলার সূচি বদল করতে হবে৷ আবহাওয়ার এই বিরূপতা নিয়ে খেলোয়াড়দের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে৷ নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় অ্যান্ড্রু ন্যুস্টব বলেছেন, ‘‘ মনে হচ্ছে আমরা খারাপ কিছুর জন্য  অপেক্ষা করছি৷ ’’

  আয়োজক জাপান নিজের অতিথিদের অবশ্য ভরসা দিয়েছে, তারা বলেছে চিন্তা না করতে, কারণ এটা মধ্যমাত্রা উপকূলীয় তুফান৷ এদিকে সুরিগাসাকি সমুদ্র উপকূলে সার্ফাররা জানিয়েছেন এই তুফান সমুদ্রতটে সরাসরি ধাক্কা না খেলে পরিস্থিতি একটু উন্নতি হবে৷

  তিরন্দাজি, নৌকার ইভেন্ট ও পাল তোলা নৌকার ইভেন্টে ইতিমধ্যেই ক্রীড়াসূচি বদলে গেছে৷ টোকিও গেমসের মুখপাত্র মাসা তকায়া বলেছেন, ‘‘অন্য কোনও খেলায় বদলের সম্ভবনা নেই৷ ’’ তকায়া আরও বলেছেন, এটা তৃতীয় শ্রেণীর সামুদ্রিক সাইক্লোন৷ ফলে খুব বেশি চিন্তা করার দরকার নেই৷ কিন্তু জাপানের দিকেই ধেয়ে আসছে এই তুফান৷  এটা কমজোর তুফান রয়েছে কিন্তু তাও যেহেতু জাপানে হয়েছে তাই ভয় থাকছেই৷ এর খারাপ প্রভাব থাকলেও কেউ এটা নিয়ে ক্ষয়ক্ষতির বিশে৷ষ আশঙ্কা নেই৷

  Published by:Debalina Datta
  First published: