Tokyo Olympics 2020: শ্যুটিংয়ে হতাশ করলেন মনু-যশস্বিনীরা ! ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Manu Bhaker and Yashaswini Deswal fail to qualify for 10m Air Pistol Womens Final: কোয়ালিফাইং পর্বে মনু শেষ করলেন দ্বাদশ স্থানে, যশস্বিনী ১৩ নম্বরে ৷
টোকিও: রবিবার টোকিও অলিম্পিকের তৃতীয় দিনের শুরুটা খুব একটা ভাল হল না ভারতের ৷ শ্যুটিংয়ে হতাশ করলেন মনু ভাকের, যশস্বিনী দেসওয়ালরা ৷ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই ৷ কোয়ালিফাইং পর্বে মনু শেষ করলেন দ্বাদশ স্থানে, যশস্বিনী ১৩ নম্বরে ৷ এই দু’জনের উপরেই পদক জয়ের আশা করা হয়েছিল ৷ দু’জনেই হতাশ করলেন ৷
Manu and Deswal rank 12, 13 with 575 and 574. I think they put up a brave brave fight especially Manu, after having some problem with her equipment. I think this experience will make them stronger for the mixed team event which I'm really looking forward to now
— Heena SIDHU (@HeenaSidhu10) July 25, 2021
advertisement
advertisement
মনুরা হারলেও তাঁদের খেলার প্রশংসাই করেছেন ভারতের শ্যুটার হীনা সিধু ৷ ট্যুইটারে তিনি লিখেছেন, ৫৭৫ ও ৫৭৪ পয়েন্ট করে মনু এবং দেসওয়াল শেষ করেছেন যথাক্রমে ১২ ও ১৩ নম্বর স্থানে ৷ তবে আমি মনে করি ওরা ভাল লড়াইটা করেছে ৷ বিশেষ করে মনু ৷ কারণ ওর বন্দুকে সমস্যা হয়েছিল ৷ তাতেও ও ঘুরে দাঁড়ায় ৷ এই অভিজ্ঞতাই ওকে পরে সাহায্য করবে ৷ এবং মিক্সড টিম ইভেন্টে ওরা ভাল পারফরম্যান্স করবে ৷
Location :
First Published :
July 25, 2021 7:45 AM IST