Tokyo Olympics 2020: তিরন্দাজিতে অতনুদের দুর্দান্ত জয়, কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Indian men's archery team enters quarterfinals: অতনু দাস, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা সোমবার সকালে প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে হারালেন ৬-২-তে ৷
টোকিও: তিরন্দাজিতে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন ভারতের ছেলেরা ৷ অতনু দাস, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা সোমবার সকালে প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে হারালেন ৬-২-তে ৷ সহজেই কোয়ার্টার ফাইনালে উঠল ভারত ৷ তিরন্দাজিতে তাই এখনও পদক জয়ের সম্ভাবনা থাকছে ভারতের ৷ এদিনই সকাল ১০টা ১৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবেন অতনু-তরুণদীপরা ৷
#TokyoOlympics | Day 4 Live
Indian men's archery team enters quarterfinals. The trio of Das, Jadhav and Rai defeated their Kazakh opponents 6-2 in the pre-quarters to stay in the hunt for a medal. #Tokyo2020 #Olympics #Archery Follow LIVE: #Olympics pic.twitter.com/tsnY2wXEtl — #Tokyo Olympics 2020 (@phlemzy_king) July 26, 2021
advertisement
advertisement
তিরন্দাজির পাশাপাশি ফেন্সিংয়েও দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের ভবানী দেবী ৷ অলিম্পিকের আসরে এবারই প্রথমবার ফেন্সিংয়ে অংশগ্রহণ করছে ভারত ৷ আর প্রথম ম্যাচেই চমক ভবানীর ৷ তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে এদিন ১৫-৩ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি ৷ মহিলাদের Sabre ইভেন্টে ৬৪ রাউন্ড টেবলের খেলার ফলাফল এটি ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2021 7:12 AM IST

