#টোকিও: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) নিজের দমে পারফর্ম করেছেন ভারতীয় তিরন্দাজ প্রবীণ যাদবের (Pravin Jadhav) পরিবারকে হুমকি পাচ্ছেন৷ আর তাঁদের ধমকি দিচ্ছেন তাঁদের প্রতিবেশীরা! যাদব পরিবারের প্রতিবেশীরা এই কারণে হুমকি দিচ্ছেন যাতে তাঁরা টিনের ঘর মেরামত না করান৷ যাদব এবারের অলিম্পিক্সে তাঁর সিনিয়র অতনু দাস ও তরুণদীপ রাইয়ের থেকে এগিয়ে ছিলেন৷
এরপর মিক্সড ইভেন্টে দীপিকা কুমারীর (deepika Kumari) সঙ্গে তাঁকে নামানো হয় কিন্তু শেষ আট থেকে তাঁরা বিদায় নেন৷ কিন্তু অলিম্পিক্সে তাঁর পারফরম্যান্স শানদার ছিল৷ তাঁর প্রচেষ্টার সকলে প্রশংসাও করেছেন৷ মহারাষ্ট্রের সাতারা জেলায় নিজের গ্রাম সারাডে-তে তিনি নায়ক হন৷ কিন্তু তাঁর এই খ্যাতি তাঁর পড়শিদের হজম হয়নি৷ যাদব পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘সকলে একটি পরিবার থেকে পাঁচ-ছয়জন এসে আমারা মা , বাবা, কাকা, কাকীমাকে ধমকাতে শুরু করেন৷ আমরা আমাদের বাড়ি মেরামত করাতে চাইছিলাম৷ ’’ যাদবের পরিবারের সদস্যরা ঝুপড়িতে বাস করতেন৷ কিন্তু তিনি সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর তাঁরা পাকা বাড়ি বানিয়ে নেন৷ যাদব জানিয়েছেন এর আগেও তাঁদের প্রতিবেশীরা তাঁদের জ্বালাতন করতেন৷ তাঁরা একটা আলাদা লেন চাইতেন৷ যাদব জানিয়েছেন তাঁরা সেটায় রাজি ছিলেন৷ কিন্তু এখন সহ্যের সব সীমা অতীত হয়েছে৷ তাঁর প্রশ্ন কী করে কেউ বাড়ি মেরামত করতে বাধা দিতে পারেন৷ তিনি জানিয়েছেন এই বাড়িতে তাঁরা বহু বছর ধরে বসবাস করেন এবং এর বৈধ কাগজ তাঁদের কাছে রয়েছে৷
ভারতীয় তিরন্দাজ দল দেশে ফেরার পর হরিয়াণা -র সোনীপতে চলে গেছেন৷ সামনে মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে তার জন্য সেখানেই হবে প্রস্তুতি শিবির৷ বুধবার থেকে তার জন্য নতুন করে ট্রায়াল হবে৷ যাদব জানিয়েছেন তাঁর বাড়ির সদস্যদের অসুবিধা করা হচ্ছে পাশাপাশি তিনি নিজে সেখানে নেই৷ তিনি জানিয়েছেন তিনি সেনা আধিকারিকদেরও পুরো বিষয়টি বলে রেখেছেন৷ তাঁরা আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার৷ সাতারা জেলার এসপি অজয় কুমার বনসল যাদব পরিবারকে পুরো সাহায্যের আশ্বাস দিয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tokyo OIympics 2020, Tokyo Olympic 2020, Tokyo Olympics, Tokyo Olympics 2020