Tokyo Olympics 2020: লাইভ টিভিতে মুখ থেকে ‘F Bomb’ ! টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী অজি সাঁতারুর Viral Video

Last Updated:

টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) মঞ্চে মেয়ের মুখে অশ্লীল শব্দ শুনে রেগে কাঁই সোনাজয়ী মহিলা সাঁতারুর মা৷

Tokyo 2020: Swimmer Kaylee McKeown Dropped F-Bomb On Live TV After Olympic Gold, Video viral -Photo Courtesy- Screen grab/ Twitter
Tokyo 2020: Swimmer Kaylee McKeown Dropped F-Bomb On Live TV After Olympic Gold, Video viral -Photo Courtesy- Screen grab/ Twitter
#টোকিও: দিব্যি চলছিল ব্যাপারটা! কিন্তু এ কী, টোকিও অলিম্পিক্সে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে (women's Olympic 100m backstroke) সোনা জেতার পর মহিলা সাঁতারুর মুখ থেকে নিষিদ্ধ শব্দ উচ্চারিত হল! তাও আবার লাইভ টিভিতে৷ সোনা জয়ী সাঁতারু কেইলি  ম্যাককেওনসের (Kaylee McKeown) মা পরিষ্কার জানিয়েছেন এইরকম শব্দ কী করে তাঁর মেয়ে মুখে উচ্চারণ করল তা তিনি কথা বলে জানতে চাইবেন৷
তাঁর এই শব্দচয়নকে এখন ‘এফ বোম’ বলছেন নেটিজেনরা৷ অস্ট্রেলিয়ান এই সাঁতারু পুলে নতুন সেনসেশন৷ মঙ্গলবার ২০ বছরের ৫৭.৪৭ সেকেন্ড নিজের সাঁতার শেষ করেন৷ তাঁর নিজের বিশ্বরেকর্ডের চেয়ে যেটা সামাণ্য কম৷ এই রেসে কানাডার কেইলি মাসে ও ৫৭.৭২ সেকেন্ডে দ্বিতীয় হন, আমেরিকার রেগান স্মিথ ৫৮.০৫ সেকেন্ডে তৃতীয় হন৷ দিন কয়েক আগেই সোনা জয়ী অ্যাথলিটের বাবা মাত্র ৫৩ বছর বয়সে ব্রেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হেরে মারা গেছেন৷
advertisement
সেই কারণেই তাঁর মধ্যে আবেগের বিস্ফোরণ একেবারে ভিতরে ভিতরে চলছিল৷ তাই অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনকে জাস্ট সাঁতারের রেস জয়ের পরেই যখন সাক্ষাৎকার দিতে শুরু করেন তখন তাঁর মুখ থেকে আবেগের জেরে মুখ থেকে অশ্লীল শব্দ বার হয়৷ তিনি চ্যানেলে নিজের দেশে থাকা বড় দিদি ও মায়ের জন্য আবেগমথিত হয়ে পড়েন৷ তিনি বলেন কীভাবে কঠিন সময় কয়েকদিন আগে কাটিয়েছেন তাঁরা৷
advertisement
advertisement
তবে অশ্লীল শব্দ ( F-bomb ) বলার সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে দেন চ্যাম্পিয়ন এই অজি সাঁতারু৷
এদিকে আর পাঁচজন মায়ের মতোই তাঁর মাও বলেছেন, টিভিতে এই ধরণের শব্দচয়ন, মেয়ের সঙ্গে কথা বলতে হবে৷ এদিকে ম্যাককেয়নকে যখন জানানো হয় তাঁর মা তাঁকে নিয়ে কী বলেছেন, তাতে তিনি অবশ্য বলেছেন তিনি অসুবিধায় পড়বেন এমন মনে হয় না৷
advertisement
তিনি বলেছেন, ‘‘আমি মায়ের ফেভারিট এখন যা করেছি , অন্তত একটু পছন্দের৷’’
McKeown পায়ের পাতায় একটি ট্যাটু রয়েছে যেখানে লেখা রয়েছে  "I'll always be with you"- অর্থাৎ আমি সবসময় তোমার সঙ্গে থাকব৷ এটা তাঁর বাবার সম্মানে তিনি এটি বানিয়েছেন৷ এটা তাঁর জন্য একটা ইন্সপিরেশন৷
গত মাসে ট্রায়ালে তিনি স্মিথের বিশ্বরেকর্ড ভেঙেছিলেন৷ এবারের অলিম্পিক্সে তাঁর যোগ দেওয়া একেবারে উত্থান-পতনের কঠিন রাস্তা পেরিয়ে৷ তিনি বলেছেন, ‘‘সকলেরই নিজের নিজের কাহিনী রয়েছে তবে আমারটা সত্যি খুব শক্ত৷’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: লাইভ টিভিতে মুখ থেকে ‘F Bomb’ ! টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী অজি সাঁতারুর Viral Video
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement