বয়স মাত্র কুড়ি, রাজীব খেলরত্নের জন্য মনোনীত হিমা দাস

Last Updated:

বয়স মাত্র কুড়ি। এই বয়সেই বাঙালি কন্যা ঝুলিতে পুরেছেন একের পর এক আন্তর্জাতিক পুরস্কার।

#নয়াদিল্লি: এ বছর অন্যতম কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন হিমা দাস। বাঙালি কন্যা হিমা ছাড়াও এ বছর পুরস্কারের জন্য মনোনীত রোহিত শর্মা, কুস্তিগির ভিনেশ ফোগট, টেবিলটেনিস তারকা মনিকা বাত্রা, হকি তারকা রানি রামপাল, অ্যাথলিট নীরজ চোপরারা।
বয়স মাত্র কুড়ি। কিন্তু এ বয়সেই বাঙালি কন্যা ঝুলিতে পুরেছেন একের পর এক আন্তর্জাতিক পুরস্কার। বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করেছেন এই স্প্রিন্টার তরুণী। তারই পুরস্কার এই মনোনয়ন। অসমের ক্রীড়ামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ৫ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে হিমার দাসের নাম সুপারিশ করে পাঠানো হয়েছিল।
advertisement
advertisement
২০১৮ সালে হিমা অনূর্ধ ২০ বিশ্বচ্যাম্পিয়ানশিপে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন। জাকার্তা এশিয়ান গেমসও হিমার পারফরমেন্স চমকে দিয়েছিল সকলকে। ২০১৯ সালে মাত্র ১৯ দিনের ব্যবধানে ৫ টি ইভেন্টে সোনা জিতেছিলেন হিমা। এখন অপেক্ষা টোকিও অলিম্পিকে হিমার চোখ ধাঁধানো পারফরমেন্স দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
বয়স মাত্র কুড়ি, রাজীব খেলরত্নের জন্য মনোনীত হিমা দাস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement