প্রথম ম্যাচেই তাইপের বিরুদ্ধে কঠিন লড়াই শরৎ কমল - মনিকা জুটির

Last Updated:

মণিকা ও শরথের শনিবার মিক্সড ডাবলস প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে চাইনিজ তাইপের লিন ইউন-জু ও চেং আই-চিং জুটির বিরুদ্ধে

ভারতীয়দের নামের তালিকা যাঁরা চূড়ান্ত করেছিলেন তাঁরা সেটা খেয়াল করেননি। মণিকাদের প্রতিপক্ষ, বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা চাইনিজ তাইপের জুটি অলিম্পিকে নামবে তৃতীয় বাছাই হিসেবে। কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে নামার আগে তাই জাপানের স্থানীয় সময় রাতে অলিম্পিকের উদ্বোধনে থাকবেন না ভারতের দুই টিটি তারকা। মণিকা বাত্রার পাশাপাশি আগামীকাল সিঙ্গলসের প্রথম রাউন্ড রয়েছে সুতীর্থা মুখোপাধ্যায়েরও।
advertisement
তবে বাংলার সুতীর্থা ও প্রণতি নায়েকের নাম রয়েছে ১৯ জনের তালিকায়। নিজেদের ম্যাচের আগে যথেষ্ট বিশ্রাম নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। মহিলাদের সিঙ্গলসে মনিকা খেলবেন ব্রিটেনের হো টিনটিন এবং ইউক্রেনের মার্গারিটার বিরুদ্ধে। মনিকা গিয়েছেন ৩৪ নম্বর বাছাই হিসেবে। অন্যদিকে শরৎ কমল এবং সাতিয়ান প্রথম রাউন্ডে বাই পেয়ে গিয়েছেন। সুথির্থা আছেন ৫২ নম্বর বাছাই হিসেবে।
advertisement
advertisement
প্রথম ম্যাচে তাঁর প্রতিপক্ষ লিন্ডা বার্গ স্টর্ম। বয়স ৪০ ছুঁয়েছে। এটাই হয়তো শরৎ কমলের শেষ অলিম্পিকস। ভারতের সর্বকালের অন্যতম সেরা টেবিল টেনিস খেলোয়াড়টি গেমসে জ্বলে উঠতে মরিয়া। টোকিও রওনা হওয়ার আগে বিশ্বের ৩২ নম্বর টিটি প্লেয়ারটি জানিয়েছিলেন ‘স্ত্রী বলছে, এটাই নাকি আমার শেষ অলিম্পিকস। আমি সেরকম কিছু ভাবছি না। ২০২২ এশিয়ান ও কমনওয়েলথ গেমস রয়েছে। এই দুটি প্রতিযোগিতায় ভাল পারফর্ম করতে শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখতে হবে। সাফল্য পেলে ২০২৪ প্যারিস অলিম্পিকসে অংশ নেওয়ার চেষ্টা করব" ।
advertisement
মিক্সড ডাবলসে মনিকা বাত্রার সঙ্গে জুটিতে পদক জেতার ব্যাপারে ভীষণ আশাবাদী। বিগত কয়েক বছর ধরে মহিলা টেবিল টেনিসে মনিকা যথেষ্ট উন্নতি করেছেন। তবে এশিয়ান পর্যায়ে লড়াই করা আর অলিম্পিকের লড়াই করা আকাশ পাতাল পার্থক্য। শরতের সঙ্গে তাঁর জুটি ভারতীয়দের স্বপ্ন সফল করে কিনা সেটাই দেখার।
শরৎ কমল - মনিকাকে দেখুন
advertisement
শনিবার -সকাল ৮.৩০
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রথম ম্যাচেই তাইপের বিরুদ্ধে কঠিন লড়াই শরৎ কমল - মনিকা জুটির
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement