Hockey Shamsher Singh : অলিম্পিক পদক পেয়ে থেমে থাকতে রাজি নন শামসের

Last Updated:

Shamsher Singh of Indian Hockey Team has new target. ভারতীয় হকি তারকা শামসের সিং নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। টোকিও অলিম্পিক ছিল দেশের সিনিয়র দলের হয়ে তাঁর প্রথম বড় টুর্নামেন্ট। আর নেমেই ব্রোঞ্জ পদক জয়।

অমৃতসরের এই ছেলে অবশ্য টোকিও অলিম্পিকে পদক পেয়ে থেমে থাকতে রাজি নন। নতুন লক্ষ্যমাত্রা তৈরি করে ফেলেছেন। পরিষ্কার জানাচ্ছেন টোকিও অলিম্পিক স্বপ্নের মত। কিন্তু পেছনে ফিরে তাকাতে চান না। তার লক্ষ্য জাতীয় দলে জায়গা ধরে রাখা, নিজেকে ফিট রাখা এবং ধারাবাহিক পারফর্ম করা। শোনা যাচ্ছে ভারতীয় হকি দল কমনওয়েলথ গেমসে খেলবে না।
advertisement
advertisement
কোচ গ্রাহাম রিড জানিয়েছেন এশিয়ান গেমসে স্বর্ণপদক টার্গেট করবে ভারত। কারণ সেটা করতে পারলে সরাসরি প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করবে ভারত। শামসের মনে করেন দল যেখানেই খেলবে, তাঁকে সুযোগ দেওয়া হলে নিজের দায়িত্ব পালন করবেন তিনি। ফরওয়ার্ড খেললেও প্রয়োজনে একটু তলা থেকে খেলাটা তৈরি করতে পারেন। অভিজ্ঞ ফরওয়ার্ড আকাশদীপ, রমনদীপ সিং - দের বসিয়ে দিয়ে তাঁকে সুযোগ দেওয়া যে কোচের ভুল ছিল না সেটা প্রমাণ করতে পেরে তিনি খুশি।
advertisement
জার্মানির বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে ভারত যখন পিছিয়েছিল, তখন একবারের জন্যেও এই হারবে দল, এমন ভাবনা আসেনি। শমসের মনে করেন হারার আগে না হারার লড়াকু মানসিকতা এই বর্তমান ভারতীয় হকি দলের সম্পদ। দলের ভেতর সিনিয়র এবং জুনিয়র কম্বিনেশন দারুণ কাজ করেছে। এভাবেই জাতীয় দলের জার্সি গায়ে চালিয়ে যেতে চান। নিজের পরিবার এবং দেশকে গর্বিত করতে চান। নিজেকে সেন্টার ফরওয়ার্ড বলতে পছন্দ করেন না। রোমিং ফরওয়ার্ড হিসেবে নিজেকে দেখতে চান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Hockey Shamsher Singh : অলিম্পিক পদক পেয়ে থেমে থাকতে রাজি নন শামসের
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement