U20 World Athletics: সেলাইয়ের কাজ করে সংসার চালান মা, বিশ্ব অ্যাথলেটিক্সে রুপো ঝাঁসির মেয়ের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিশ্ব মঞ্চে ভারতীয় তরুণীর ইতিহাস, লংজাম্পে জিতলেন রুপো
#নয়াদিল্লি : ভারচীয় অ্যাথলিট শৈলী সিংয়ের দারুণ পারফরম্যান্স৷ অনুর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে রুপোর পদক জিতে নজির গড়লেন তিনি৷ শৈলী ৬.৫৯ মিটার লাফিয়েছেন৷ আর এই পারফরম্যান্সের জন্যেই ফাইনালে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি৷ মাত্র ১ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর৷ নাইরোবিতে বর্তমান চ্যাম্পিয়নশিপে এটা ভারতের তৃতীয় পদক৷ সুইডেনের ১৮ বছরের মাজা আসকাগ নিজেদের বিভাগে ৬.৬০ মিটার লাফিয়ে সোনা পান৷ ইউক্রেনেন মারিয়া হোরিলোবা ৬.৫০ মিটার লাফিয়ে তৃতীয় হয়েছেন এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন৷
শৈলী মহিলাদের লং জাম্পে ফাইনালে প্রথম ও দ্বিতীয় চেষ্টায় ৬.৩৪ মিটার লাফান কিন্তু তৃতীয় চেষ্টায় একধাপে ৬.৫৯ মিটার লাফান৷ যদিও তাঁর চতুর্থ ও পঞ্চম চেষ্টা ফাউল হয়েছে৷ তাতে তিনি ৬.৩৭ মিটার লাফিয়েছিলেন৷
এর আগে শৈলী ৬.৪৮ মিটার লাফিয়ে জাতীয় (সিনিয়র) আন্তঃরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশপ জিতেছিলেন৷ ঝাঁসিতে জন্মেছিল শৈলী৷ তাঁকে তাঁর মা বড় করেছেন৷ তাঁর মা কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করেন৷ শৈলী এখন বেঙ্গালুরুতে বিখ্যাত অ্যাথলিট অঞ্জু ববি জর্জের কাছে ট্রেনিং নিচ্ছেন৷ অঞ্জু-র স্বামী ববি জর্জ তাঁর কোচ৷
advertisement
advertisement
এর আগে শনিবার ভারতের অমিত খত্রী বিশ্ব অনুর্ধব্ ২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ কিলোমিটারের রেসে রুপো পান৷ তিনি ৪২.১৭.৯৪ মিনিটে রেস শেষ করেন৷ ১৭ বছরের অমিত এর আগে মিক্সড রিলেতে ব্রোঞ্জ পেয়েছিলেন৷
এছাড়াও এই চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সীমা অন্তিল ২০০২ ডিস্ক থ্রো-তে ব্রোঞ্জ, নবজীত কৌর ধিল্লো ২০১৪ তে ডিস্ক থ্রো তে ব্রোঞ্জ, অলিম্পক্সে সোনা জয়ী নিরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে ২০১৬ তে সোনা ও হিমা দাস ৪০০ মিটারে ২০১৮ সালে সোনা জিতেছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2021 10:50 AM IST