U20 World Athletics: সেলাইয়ের কাজ করে সংসার চালান মা, বিশ্ব অ্যাথলেটিক্সে রুপো ঝাঁসির মেয়ের

Last Updated:

বিশ্ব মঞ্চে ভারতীয় তরুণীর ইতিহাস, লংজাম্পে জিতলেন রুপো

#নয়াদিল্লি : ভারচীয় অ্যাথলিট শৈলী সিংয়ের দারুণ পারফরম্যান্স৷ অনুর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে রুপোর পদক জিতে নজির গড়লেন তিনি৷ শৈলী ৬.৫৯ মিটার লাফিয়েছেন৷ আর এই পারফরম্যান্সের জন্যেই ফাইনালে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি৷ মাত্র ১ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর৷ নাইরোবিতে বর্তমান চ্যাম্পিয়নশিপে এটা ভারতের তৃতীয় পদক৷ সুইডেনের ১৮ বছরের মাজা আসকাগ নিজেদের বিভাগে ৬.৬০ মিটার লাফিয়ে সোনা পান৷ ইউক্রেনেন মারিয়া হোরিলোবা ৬.৫০ মিটার লাফিয়ে তৃতীয় হয়েছেন এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন৷
শৈলী মহিলাদের লং জাম্পে ফাইনালে প্রথম ও দ্বিতীয় চেষ্টায় ৬.৩৪ মিটার লাফান কিন্তু তৃতীয় চেষ্টায় একধাপে ৬.৫৯ মিটার লাফান৷ যদিও তাঁর চতুর্থ ও পঞ্চম চেষ্টা ফাউল হয়েছে৷ তাতে তিনি ৬.৩৭ মিটার লাফিয়েছিলেন৷
এর আগে শৈলী ৬.৪৮ মিটার লাফিয়ে জাতীয় (সিনিয়র) আন্তঃরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশপ জিতেছিলেন৷ ঝাঁসিতে জন্মেছিল শৈলী৷ তাঁকে তাঁর মা বড় করেছেন৷ তাঁর মা কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করেন৷ শৈলী এখন বেঙ্গালুরুতে বিখ্যাত অ্যাথলিট অঞ্জু ববি জর্জের কাছে ট্রেনিং নিচ্ছেন৷ অঞ্জু-র স্বামী ববি জর্জ তাঁর কোচ৷
advertisement
advertisement
এর আগে শনিবার ভারতের অমিত খত্রী বিশ্ব অনুর্ধব্ ২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ কিলোমিটারের রেসে রুপো পান৷ তিনি ৪২.১৭.৯৪ মিনিটে রেস শেষ করেন৷ ১৭ বছরের অমিত এর আগে মিক্সড রিলেতে ব্রোঞ্জ পেয়েছিলেন৷
এছাড়াও এই চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সীমা অন্তিল ২০০২ ডিস্ক থ্রো-তে ব্রোঞ্জ, নবজীত কৌর ধিল্লো ২০১৪ তে ডিস্ক থ্রো তে ব্রোঞ্জ, অলিম্পক্সে সোনা জয়ী নিরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে ২০১৬ তে সোনা ও হিমা দাস ৪০০ মিটারে ২০১৮ সালে সোনা জিতেছিলেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
U20 World Athletics: সেলাইয়ের কাজ করে সংসার চালান মা, বিশ্ব অ্যাথলেটিক্সে রুপো ঝাঁসির মেয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement