এবারও হল না চ্যাম্পিয়নের ফেরা, অস্ট্রেলিয়াল ওপেন থেকে বিদায় সেরেনার
Last Updated:
#মেলবোর্ন: অধরাই থেকে গেল মার্গারেট স্মিথ কোর্টের ২৪ গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়ার স্বপ্ন৷ অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারিয়ে দারুণ ফর্মে থাকলেও কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে বিদায় নিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস৷
এদিন সপ্তম বাছাই চেক তারকার বিরুদ্ধে শুরু থেকেই বেশ চাপে ছিলেন ৩৭ বছরের সেরেনা৷ প্রথম সেট অনায়াসেই জিতে নেন ক্যারোলিনা৷ দ্বিতীয় সেটে সেরেনা ঘুরে দাঁড়ালেও চূড়ান্ত সেটে বয়সের ক্লান্তির কাছেই হার মানলেন তিনি৷ তিন সেটের ম্যাচের ফল ৬-৪, ৪-৬, ৭-৫৷ সেরেনাকে হারিয়ে সেমিফাইনালে নাওমি ওসাকার মুখোমুখি প্লিসকোভা৷
মা হওয়ার পর গত বছরই কোর্টে ফিরেছেন সেরেনা৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2019 11:52 AM IST