লামের বিপক্ষে এগিয়ে থেকেও হার সাথিয়ানের, টেবিল টেনিসে ধাক্কা ভারতের

Last Updated:

দ্বিতীয় সেটে সাথিয়ান কামব্যাক করার চেষ্টা করেন। যতটা সম্ভব বিপক্ষকে টেবিলের থেকে দূরে বল রাখতে থাকেন। ফোরহ্যান্ড ফ্লিক কয়েকটা দেখার মত মারেন

কিন্তু দ্বিতীয় সেটে সাথিয়ান কামব্যাক করার চেষ্টা করেন। যতটা সম্ভব বিপক্ষকে টেবিলের থেকে দূরে বল রাখতে থাকেন। ফোরহ্যান্ড ফ্লিক কয়েকটা দেখার মত মারেন। বিপক্ষের সার্ভিস করে তিনবার গেম পয়েন্ট আদায় করে নেন। শেষপর্যন্ত দ্বিতীয় সেট ১১-৭ ব্যবধানে জেতেন সাথিয়ান। তৃতীয় সেট ঝড়ের গতিতে শুরু করেন ভারতীয়। ৮-২ ব্যবধানে এগিয়ে যান। লাম কিছুতেই সুবিধা করে উঠতে পারছিলেন না।
advertisement
জোরালো ফুটওয়ার্ক এবং বিপক্ষের স্পিন কভার করে দুই পক্ষকে কাবু করে ফেলেন সাথিয়ান। শেষপর্যন্ত দাপট দেখিয়ে ১১-৪ ব্যবধানে তৃতীয় সেট জেতেন। চতুর্থ সেটে ৯-০ এগিয়ে যান ভারতীয়। ১১-৫ চতুর্থ সেটও নিজের নামে করেন সাথিয়ান। কিন্তু পঞ্চম সেট জিততেই হত লামকে। ১১-৯ ব্যবধানে জিতে কামব্যাক করেন তিনি।
advertisement
ষষ্ঠ সেটে দুর্দান্ত লড়াই হয়। শেষ পর্যন্ত সাথিয়ানকে ১২-১০ হারিয়ে সপ্তম সেটে খেলা নিয়ে যান লাম। অবশেষে শেষ হাসি হাসেন লাম। দাপট দেখিয়ে সপ্তম সেট ১১-৬ ব্যবধানে জিতে ফেলেন। উল্লেখ্য হংকং এর এই খেলোয়াড়ের বিরুদ্ধেই শেষ দুবার জিতেছিলেন ভারতীয়। এদিন যেভাবে প্রথম সেট হারের পর দুর্দান্ত লড়াই করে পরপর তিনটি সেট জিতেছিলেন, মনে হয়েছিল ম্যাচ জিতেই কোর্ট ছাড়বেন সাথিয়ান। কিন্তু শেষ দুটি সেটে কিছুটা ভাগ্য এবং কিছুটা ফোকাস হারানোর মাশুল দিতে হল।
বাংলা খবর/ খবর/খেলা/
লামের বিপক্ষে এগিয়ে থেকেও হার সাথিয়ানের, টেবিল টেনিসে ধাক্কা ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement