কবে আসছে সানিয়া-শোয়েবের পরিবারের নতুন অতিথি, রহস্য ভাঙলেন দাদু
Last Updated:
কবে নাগাদ আসবে নবজাতক তার কোনও আন্দাজ দেননি তারকা ক্রীড়াবিদ দম্পতি ৷ হবু মা –বাবা সাসপেন্স বজায় রাখলেও ,কবে নাগাদ তিনি দাদু হতে চলেছেন তা জানিয়ে দিলেন সানিয়ার বাবা ৷
#হায়দরাবাদ: সুসমাচারটা একদিন আগেই দিয়েছিলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক ৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুখবর জানিয়েছিলেন ইন্দো-পাক দম্পতি ৷ জানিয়েছিলেন, এবার আসতে চলেছেন পরিবারের নয়া সদস্য মির্জা-মালিক ৷
তবে কবে নাগাদ আসবে নবজাতক তার কোনও আন্দাজ দেননি তারকা ক্রীড়াবিদ দম্পতি ৷ হবু মা –বাবা সাসপেন্স বজায় রাখলেও ,কবে নাগাদ তিনি দাদু হতে চলেছেন তা জানিয়ে দিলেন সানিয়ার বাবা ৷তিনি জানিয়েছেন অক্টোবরে পরিবারে আসতে চলেছে নতুন সদস্য ৷
advertisement
advertisement
এদিকে পদবির ক্ষেত্রেও অভিনবত্ব এনেছেন সানিয়া-শোয়েব ৷ চিরাচরিত ধারা ভেঙে একইসঙ্গে মা-বাবা দু‘জনের পদবিই ব্যবহার করবে নবজাতক বা নবজাতিকা ৷ উচ্ছ্বসিত সানিয়া নিজেই জানিয়েছেন তাঁরা দু‘জনে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ পাশাপাশি সানিয়া জানিয়েছেন তাঁর প্রচন্ড ইচ্ছা তিনি কন্যা সন্তানের মা হওয়ার ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2018 4:11 PM IST