#জাকার্তা: এশিয়াডে ৪০০ মিটারে রুপো পেলেও ২০০ মিটারে রেস শুরুর সময় পজিশন ঠিক না থাকায় লাল কার্ড দেখতে হয়েছিল হিমা দাসকে ৷ রেস থেকে এভাবে বাতিল হতে হওয়ায় স্বভাবতই ভেঙে পড়েছিলেন অসমের স্প্রিন্টার ৷ এরপর অবশ্য মহম্মদ আনাস পুভাম্মা, আরোকিয়া রাজীবদের সঙ্গে ৪০০ মিটার মিক্সড রিলেতে দেশকে আরও একটা রুপো এনে দিতে সফল হিমা ৷ এশিয়ান গেমসে প্রথমবার এই ইভেন্টের আবির্ভাবেই চমক হিমাদের ৷ কিন্তু এত সবের পরেও ২০০ মিটারে ‘বাতিল’ হওয়ার দুঃখ ভুলতে পারছেন না তিনি ৷ এর জন্য নিজের রাজ্যের মানুষদেরই দায়ী করেছেন হিমা ৷ মঙ্গলবার দিনের শেষে জাকার্তা থেকেই ফেসবুক লাইভে জানালেন, এখন গেমস চলাকালীন তাঁকে বিরক্ত না করতে ৷
#SaveHima #AsianGames2018 @HimaDas8 is very young. She should be left alone to grow and perform. This very unfortunate. https://t.co/rvgPHZvrwu
— Abdul Gani (@imabdulgani) August 29, 2018
Pathetic. I will also blame Assamese news channels for playing a significant role in this. They should understand where reporting ends and harassment begins. #SaveHima @HimaDas8 https://t.co/M7yMDsDQQX — Utpal Borpujari (@UtpalBorpujari) August 29, 2018
হিমার মতে, তাঁর উপর এখন পাহাড়প্রমাণ চাপ ৷ আর তার জন্য তিনি দায়ী করেছেন অসমের সংবাদমাধ্যমকেই ৷ যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে এমন অনেক কমেন্টস ছড়ানো হচ্ছে ৷ যা মোটেই হজম করতে পারছেন না তিনি ৷ দেশকে এভাবে একের পর এক পদক এনে দেওয়া অ্যাথলিটকে নিয়েও যে কোনও কুরুচিকর মন্তব্য কেউ করতে পারে, তা ভাবাও হয়তো কঠিন ৷ এর ফলে তাঁর মনঃসংযোগ নষ্ট হচ্ছে বলেই দাবি হিমার ৷