Keshav Datt Passes Away: প্রয়াত দু’বারের অলিম্পিকে সোনাজয়ী কিংবদন্তি হকি খেলোয়াড় কেশব দত্ত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Keshav Datt dies: ১৯৪৮ এবং ১৯৫২ সালে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি ৷
কলকাতা: একের পর এক কিংবদন্তির মৃত্যুসংবাদ ! প্রয়াত কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড় কেশব দত্ত ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর ৷ দু’বারের অলিম্পিকে সোনাজয়ী কেশব দত্ত ভারত-চিন যুদ্ধের পর নিজের পদক সেনা ফান্ডে দান করেছিলেন ৷ ১৯৪৮ এবং ১৯৫২ সালে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি ৷
১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকের পর ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকেও সোনা জেতে ভারতীয় হকি দল ৷ ওই দুই সোনাজয়ী দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কেশব দত্ত ৷ বেশ কয়েক মাস ধরেই অসুস্থতায় ভুগছিলেন ৯৫ বছরের কেশব দত্ত ৷ মঙ্গলবার রাত ১২টা ৪৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ কেশব দত্তের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়া মহল ৷
advertisement
The world of hockey lost one of its true legends today. Saddened at the passing away of Keshav Datt. He was a double Olympic gold medal winner, 1948 and 1952. A champion of India and Bengal. Condolences to his family and friends.
— Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2021
advertisement
advertisement
অলিম্পিকে জোড়া সোনাজয়ী প্রাক্তন হকি তারকার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘‘ হকির দুনিয়া আজ একজন কিংবদন্তিকে হারাল ৷ ওঁর প্রয়াণে শোকস্তব্ধ ৷ উনি ছিলেন ১৯৪৮ ও ১৯৫২ সালের ডাবল অলিম্পিক সোনাজয়ী ৷ ভারত এবং বাংলার চ্যাম্পিয়ন খেলোয়াড় ৷ ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ’’
Location :
First Published :
July 07, 2021 1:46 PM IST