কাতার বিশ্বকাপ: স্টেডিয়াম তৈরির কাজে থাকা শ্রমিকে মৃত্যু, শুরু তদন্ত

Last Updated:

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের মধ্যে একাধিকবার বিতর্কে জড়াচ্ছে কাতার

#কাতার : কাতারে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্টেডিয়াম তৈরির কাজ চলছে ৷ সেখানে কর্মরত এক নেপালি শ্রমিক মারা গেলেন ৷ ২০২২ বিশ্বকাপের জন্য মঙ্গলবার কাজ করছিলেন সকলেই ৷ সেসময়েই হঠাৎ মারা যান ২৩ বছরেরে ওই শ্রমিক ৷
দোহা থেকে সরকারি আধিকারিকরা এই বিষয়ে এক বিবৃতিও জারি করেছেন ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছে ৷ বিবৃতিতে জানানো হয়েছে,‘‘আল ওয়াক্রা’’ স্টেডিয়ামে কাজের সময় মৃত্যু হয়েছে কর্মচারীর ৷ কাতার বিশ্বকাপে সুপ্রিম কমিটি মৃতদেহটি তুলে দেওয়ার ব্যবস্থা করছে ৷
আর্কিটেক্ট জাহা হাদিদ এই আল ওয়াক্রা স্টেডিয়াম তৈরি করেছেন ৷ এর আগেও এই স্টেডিয়ামে নেপালি কর্মচারীর মৃত্যুু হয়েছে ৷ ২০১৬ অক্টোবরে স্টেডিয়ামে কাজ করার সময় ২৯ বছরের এক কর্মী মারা গিয়েছিলেন ৷
advertisement
advertisement
এছাড়াও ২০১৭ সালে খলিফা স্টেডিয়ামে কাজ করার সময় এক কর্মচারী মারা গিয়েছিলেন ৷ একটি কর্মচারী ইউনিয়নের দাবি কাতার বিশ্বকাপের জন্য যাঁরা কাজ করেছেন সেখানে কাজের পরিস্থিতি নেই ৷ তাঁদের দাবি এখনও পর্যন্ত ১২০০ মানুষ মারা গেছেন ৷ যদিও দোহা-র কর্তৃপক্ষ এই দাবি ভিত্তিহীণ বলে উড়িয়ে দিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কাতার বিশ্বকাপ: স্টেডিয়াম তৈরির কাজে থাকা শ্রমিকে মৃত্যু, শুরু তদন্ত
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement