#কাতার : কাতারে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্টেডিয়াম তৈরির কাজ চলছে ৷ সেখানে কর্মরত এক নেপালি শ্রমিক মারা গেলেন ৷ ২০২২ বিশ্বকাপের জন্য মঙ্গলবার কাজ করছিলেন সকলেই ৷ সেসময়েই হঠাৎ মারা যান ২৩ বছরেরে ওই শ্রমিক ৷
দোহা থেকে সরকারি আধিকারিকরা এই বিষয়ে এক বিবৃতিও জারি করেছেন ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছে ৷ বিবৃতিতে জানানো হয়েছে,‘‘আল ওয়াক্রা’’ স্টেডিয়ামে কাজের সময় মৃত্যু হয়েছে কর্মচারীর ৷ কাতার বিশ্বকাপে সুপ্রিম কমিটি মৃতদেহটি তুলে দেওয়ার ব্যবস্থা করছে ৷
আর্কিটেক্ট জাহা হাদিদ এই আল ওয়াক্রা স্টেডিয়াম তৈরি করেছেন ৷ এর আগেও এই স্টেডিয়ামে নেপালি কর্মচারীর মৃত্যুু হয়েছে ৷ ২০১৬ অক্টোবরে স্টেডিয়ামে কাজ করার সময় ২৯ বছরের এক কর্মী মারা গিয়েছিলেন ৷
আরও পড়ুন - এশিয়ান গেমসের আগে ভারতীয় টেনিসে নয়া বিতর্ক, খোঁজ নেই লিয়েন্ডারের
এছাড়াও ২০১৭ সালে খলিফা স্টেডিয়ামে কাজ করার সময় এক কর্মচারী মারা গিয়েছিলেন ৷ একটি কর্মচারী ইউনিয়নের দাবি কাতার বিশ্বকাপের জন্য যাঁরা কাজ করেছেন সেখানে কাজের পরিস্থিতি নেই ৷ তাঁদের দাবি এখনও পর্যন্ত ১২০০ মানুষ মারা গেছেন ৷ যদিও দোহা-র কর্তৃপক্ষ এই দাবি ভিত্তিহীণ বলে উড়িয়ে দিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Qatar World Cup, Stadium, Worker Died