Mirabai Chanu may win gold: রুপো নয়, সোনার পদকই পাবেন মীরাবাঈ চানু? হঠাৎ তৈরি সম্ভাবনা

Last Updated:

চিনা ভারোত্তোলক হাউ ঝিঝি মোট ২১০ কেজি ওজন তুলেছিলেন৷ তাঁর থেকে আট কেজি কম ওজন তুলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাবাঈকে (Mirabai Chanu may win gold)৷

#টোকিও: রুপো নয়, অলিম্পিক্সে সোনার পদকই জিততে পারেন ভারোত্তোলক মীরাবাঈ চানু৷ হঠাৎই  এমন সম্ভাবনা তৈরি হয়েছে৷ কারণ, টোকিও অলিম্পিক্সে মেয়েদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে যিনি সোনা জিতেছিলেন, চিনের সেই হাউ ঝিঝিকে ডোপ টেস্টের জন্য টোকিও ছাড়তে বারণ করা হয়েছে৷ চিনা ভারোত্তোলক ডোপ টেস্টে ব্যর্থ হলেই সোনার পদক পাবেন মীরাবাঈ চানু৷ সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷
চিনা ভারোত্তোলক হাউ ঝিঝি মোট ২১০ কেজি ওজন তুলেছিলেন৷ তাঁর থেকে আট কেজি কম ওজন তুলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাবাঈকে৷ স্ন্যাচ ক্যাটেগরিতে ৮৭ কেজি এবং ক্লিন ও জার্ক ক্যাটেগরিতে মোট ১১৫ কেজি ওজন তুলে এবারের অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেন চানু৷ অলিম্পিক্সে ভারোত্তোলনে এই প্রথম রুপো জিতল ভারত৷ একুশ বছর বাদে ভারোত্তোলনে দেশকে পদক এনে নতুন ইতিহাস তৈরি করেছিলেন মণিপুরের মীরাবাঈ৷ চানুকে যদি শেষ পর্যন্ত সত্যিই স্বর্ণ পদক দেওয়া হয়, তাহলে আর এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে ভারতীয় ক্রীড়া জগৎ৷ সেই আশাতেই বুক বাঁধছে দেশ৷
advertisement
সোনা জয়ী চিনা ভারোত্তোলককে গেমস ভিলেজে থেকে যেতে বলা হলেও মীরাবাঈ চানু অবশ্য আজ সন্ধ্যাতেই দেশে ফিরে আসছেন৷ তাঁকে স্বাগত জানাতে সব প্রস্তুতিও সাড়া৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mirabai Chanu may win gold: রুপো নয়, সোনার পদকই পাবেন মীরাবাঈ চানু? হঠাৎ তৈরি সম্ভাবনা
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement