Mirabai Chanu Diet: পছন্দ শুয়োরের মাংস, মীরাবাঈ চানুর ডায়েটে আর কী থাকে? শুনুন তাঁর দক্ষিণ ভারতীয় রাঁধুনির মুখে

Last Updated:

গত চার বছর ধরে মীরাবাঈয়ের সঙ্গে রয়েছেন কে ভি কোটেশ্বররাও৷ ২০১৭ তাঁকে মীরাবাঈয়ের ম্যাসিওর এবং রাঁধুনির দায়িত্ব দেন জাতীয় ভারোত্তোলন কোচ বিজয় শর্মা (Mirabai Chanu Diet)৷

#দিল্লি: দু' জন দেশের দুই প্রান্তের মানুষ৷ কিন্তু মীরাবাঈ চানুর সাফল্যের নেপথ্যে রয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম ৪১ বছরের কে ভি কোটেশ্বরারাও৷ কোটেশ্বর রাও মীরাবাঈ চানুর রাঁধুনি এবং ম্যাসিওর৷ মণিপুরের মীরাবাঈকে আরও শক্তিশালী করে তুলতে যা যা প্রয়োজন, তা রান্না করে দেন কোটেশ্বরই৷ টোকিও অলিম্পিক্সের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে কোটেশ্বর জানিয়েছিলেন, ডায়েট মেনে কী কী পছন্দ করেন মীরাবাঈ৷
গত চার বছর ধরে মীরাবাঈয়ের সঙ্গে রয়েছেন কে ভি কোটেশ্বররাও৷ ২০১৭ তাঁকে মীরাবাঈয়ের ম্যাসিওর এবং রাঁধুনির দায়িত্ব দেন জাতীয় ভারোত্তোলন কোচ বিজয় শর্মা৷ অন্ধ্র প্রদেশের রান্নায় সাধারণত ঝাল, মশলার পরিমাণ একটু বেশিই থাকে৷ কোটেশ্বর জানিয়েছেন, প্রথমেই মীরাবাঈয়ের জন্য অন্ধ্র স্টাইলে বিরিয়ানি এবং চিকেন ললিপপ তৈরি করে দিয়েছিলেন তিনি৷ কিন্তু কয়েক দিনের মধ্যেই তিনি বুঝতে পারেন, রান্নার ধরন বদলে ফেলতে হবে তাঁকে৷ বিরিয়ানি,চিকেনের বদলে শুয়োরের মাংস রান্নায় মন দিতে হবে তাঁকে৷
advertisement
কোটেশ্বর বলেন, 'প্রথমে তো আমি অন্ধ্র স্টাইলেই মীরাবাঈয়ের জন্য মুরগির মাংস রেঁধে দিতাম৷ কিন্তু মীরাবাঈ আমাকে জানিয়েছিল যে রান্না খেয়ে ওর খুব ঝাল লাগছে৷ আস্তে আস্তে আমি মীরাবাঈয়ের জন্য কম মশলা এবং নুন দিয়ে রান্না করা শিখে নিয়েছি৷ মীরাবাঈ দক্ষিণ ভারতীয় কায়দায় খাসির এবং মুরগির মাংস খেতে পছন্দ করে ঠিকই৷ কিন্তু মাঝেমধ্যেই ও আমাকে বলে যে মণিপুরে নিয়ে গিয়ে সবথেকে ভাল শুয়োরের মাংস খাইয়ে আনবে আমাকে৷'
advertisement
advertisement
 মীরাবাঈ চানুর সঙ্গে কে ভি কোটেশ্বররাও৷
কোটেশ্বর রাও জানিয়েছেন, খাওয়ার সময় সব পদই গড়ে দেড়শো গ্রাম করে খান মীরাবাঈ৷ কম ক্যালোরি যুক্ত খাবার তৈরির দিকেও নজর রাখতে হয় তাঁকে৷ কোটেশ্বর বলেন, 'ওর বেশি করে প্রোটিন জাতীয় খাবার প্রয়োজন৷ সেই কারণে শুয়োরের মাংস, চিংড়ি অথবা স্যামন মাছ বেশি পছন্দ করে মীরাবাঈ৷ মাংস বা মাছ যাতে ভাল ভাবে সেদ্ধ হয়, সেদিকে আমি খেয়াল রাখি৷'
advertisement
কোটেশ্বরও ভারত্তোলনে বড় কিছু করার স্বপ্ন দেখতেন৷ বিজয়ওড়ার বাসিন্দা কোটেশ্বর ২০০০ সালে জাতীয় জুনিয়র পর্যায়ে সোনাও জেতেন৷ এর দু' বছর পর সিনিয়র পর্যায়েও ভারোত্তলনে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি৷ কিন্তু সেই সময় কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে সেভাবে সাহায্য পেতেন না ভারোত্তোলকরা৷ তাই কোটেশ্বরও খুব বেশি এগোতে পারেননি৷ তিনি মীরাবাঈয়ের ম্যাসিওর এবং রাঁধুনির দায়িত্ব সামলালেও নিজের সময় কাউকে পাশে পাননি৷
advertisement
এখন অবশ্য কোটেশ্বরকে ছাড়া মীরাবাঈয়ের চলেই না৷ এই চার বছরে কোটেশ্বরের কাছে মীরাবাঈ হয়ে উঠেছেন তাঁর প্রিয় সেল্লি৷ তেলুগুতে যার অর্থ ছোট বোন৷ আর কোটেশ্বরকে মীরাবাঈ আন্না বলে ডাকেন৷ মীরাবাঈ যখন আমেরিকায় টোকিও অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন করোনা বিধিনিষেধের কারণে খুব কম সাপোর্ট স্টাফ নিয়ে যেতে হয়েছিল তাঁকে৷ ফলে বাদ পড়েছিলেন কোটেশ্বর৷ কিন্তু আমেরিকায় থাকার সময়ও কোটেশ্বরের রান্না মিস করতেন মীরাবাঈ চানু৷ কোটেশ্বরের কথায়, 'আমেরিকা থেকে ও আমাকে ফোনে বলত, আন্না, এখানে এত টাটকা স্যামন মাছ পাওয়া যায়৷ তুমি যদি আমাকে এগুলো রান্না করে দিতে পারতে!'
advertisement
সেই মীরাবাঈ আজকে অলিম্পিক্সে রুপো জিতে ইতিহাস সৃষ্টি করেছেন৷ আর নিজের প্রিয় সেল্লির মধ্যে দিয়েই হয়তো নিজের অধরা স্বপ্নপূরণ করে ফেললেন কোটেশ্বরও৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mirabai Chanu Diet: পছন্দ শুয়োরের মাংস, মীরাবাঈ চানুর ডায়েটে আর কী থাকে? শুনুন তাঁর দক্ষিণ ভারতীয় রাঁধুনির মুখে
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement