কেট ও মেগান দুই জা, এবার সেই কাজ করবেন যা করেননি আগে

Last Updated:

ব্রিটেনের র‍য়্যাল পরিবার, তাদের নানা নিয়ম ৷ সকলেই সেই অনুশাসন মেনেই চলতে হয় ৷ এর বাইরে নেই রাজ পরিবারের দুই বউ কেট মিডলটন এবং মেগান মার্কেলও ৷ মেগান বিয়ে হয়ে রাজ পরিবারের নবতম সদস্য ৷

#লন্ডন: ব্রিটেনের র‍য়্যাল পরিবার, তাদের নানা নিয়ম ৷ সকলেই সেই অনুশাসন মেনেই চলতে হয় ৷ এর বাইরে নেই রাজ পরিবারের দুই বউ কেট মিডলটন এবং মেগান মার্কেলও ৷ মেগান বিয়ে হয়ে রাজ পরিবারের নবতম সদস্য ৷ অন্যদিকে কেট সবে সবে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন ৷ আর পাঁচটি পরিবারের মতো ইচ্ছা হলেও বাড়ির দুই বউ একসঙ্গে বেরিয়ে পরতে পারেন না ৷
এর আগে কেট ও মেগান নিজের স্বামীদের সঙ্গে বেরিয়েছেন  ৷ কিন্তু দুই জা একসঙ্গে বেরোননি কখনও  ৷ উইম্বলডনের ফাইনাল দেখতে দু‘জনেই হাজির থাকবেন র‍য়্যাল বক্সে  ৷
Photo Courtesy : AP Photo Courtesy : AP
advertisement
Photo Courtesy: Serena Williams / Instagram Handle Photo Courtesy: Serena Williams / Instagram Handle
advertisement
উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি সেরেনা উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কার্বের ৷ সেই ম্যাচ দেখতে হাজির থাকবেন দুই রাজবধূ ৷ সেরেনা উইলিয়ামস মেগানের অনেক  দিনের বন্ধু৷ তাঁর বিয়েতে নিমন্ত্রিতও ছিলেন সেরেনা ৷ এবার ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা সেরেনার ম্যাচ দেখতে হাজির হবেন তিনি ৷
এদিকে কেটও উইম্বলডন রয়্যাল বক্সের নিয়মিত সদস্য ৷ মহিলাদের সিঙ্গলস ছাড়াও পুরুষদের সিঙ্গলসও দেখবেন তিনি ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কেট ও মেগান দুই জা, এবার সেই কাজ করবেন যা করেননি আগে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement