Mirabai Chanu gets 1 crore: মীরাবাঈ চানুকে ১ কোটি টাকা পুরস্কার, আরও বড় চমকের প্রতিশ্রুতি মণিপুরের মুখ্যমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মণিপুরের রাজধানী ইম্ফলের নংপক কাকচিং গ্রাম থেকে উঠে এসেছেন৷ তাঁর এই সাফল্যে বড়সড় আর্থিক পুরস্কার ঘোষণা করল মণিপুর সরকার (Mirabai Chanu gets 1 crore)৷
#ইম্ফল: টোকিও অলিম্পিক্সে রুপোর পদক জয়ের জন্য মীরাবাঈ চানুকে ১ কোটি টাকা পুরস্কার দেবে মণিপুর সরকার৷ এ দিন এই ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷
এ দিন ভারোত্তোলেনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতে ভারতের জন্য প্রথম পদক নিয়ে এসেছেন চানু৷ মীরাবাঈ চানু মণিপুরের রাজধানী ইম্ফলের নংপক কাকচিং গ্রাম থেকে উঠে এসেছেন৷ তাঁর এই সাফল্যে বড়সড় আর্থিক পুরস্কার ঘোষণা করল মণিপুর সরকার৷
পদক জয়ের পর এ দিন চানুর সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং৷ মীরাবাঈকে তিনি বলেন, 'উত্তর পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে চলা একটি বৈঠকের চলাকালীনই আমি সবাইকে তোমার পদক জয়ের খবর জানাই৷ এই খবর শুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উঠে দাঁড়িয়ে হাততালি দেন৷ উনিও এই খবর শুনে দারুণ খুশি হয়ে বলেন, এটা ভারতের জন্য খুবই গর্বের একটা মুহূর্ত৷' ফোনেই চানুকে এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানান মণিপুরের মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
তবে শুধু আর্থিক পুরস্কার নয়৷ চানুর জন্য আরও বড় চমকের আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী৷ রুপোজয়ী ভারোত্তোলককে তিনি ফোন বলেন, 'তোমাকে আর স্টেশনে দাঁড়িয়ে বা ট্রেনের ভিতরে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করতে হবে না৷ তোমার জন্য আমি একটি বিশেষ পদ রেখে দিচ্ছি৷ আজকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হবে৷ তোমার জন্য একটা বিশেষ চমক থাকছে৷'
advertisement
পদক জয়ের পর মীরাবাঈও বলেন, 'মণিপুরের প্রত্যেক বাসিন্দা আমার জন্য প্রার্থনা করেছেন৷ তাই আমি রৌপ পদক জিততে পেরেছি৷ আমার এর থেকে বেশি কিছু চাওয়ার নেই৷ সবার সমর্থনেই আমি আজকে এই জায়গায় পৌঁছেছি৷'
এটাই হয়তো সবে শুরু৷ রুপোর পদক জয়ের জন্য নিশ্চিত ভাবেই আরও অনেক পুরস্কার অপেক্ষা করে আছে মীরাবাঈ চানুর জন্য৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2021 10:09 PM IST