মুখ্যমন্ত্রীর প্রতিশ্র‌ুতিতেও কিছু জোটেনি, মেডেল ঝুলিয়ে ভিক্ষা শুরু প্যারা অ্যাথলিটের

Last Updated:
#ভোপাল: অ্যাথলিটরা বিশ্ব মঞ্চে বা জাতীয় স্তরে প্রচুর ঘাম ঝরিয়ে পদক জেতেন ৷ কিন্তু তারপরেও অনেক অ্যাথলিট রয়েছেন, যাঁদের ভাগ্যে কিছুই জোটে না ৷ এমনই এক প্যারা অ্যাথলিট মধ্যপ্রদেশের মনমোহন সিং লোধি ৷ জাতীয় স্তরে সাফল্য পাওয়ার পর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ একাধিক মানুষের কাছে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাননি তিনি ৷ শেষপর্যন্ত নিজের জেতা পদকগুলি গলায় ঝুলিয়ে নেমে পড়েছেন রাস্তায় ভিক্ষা করতে !
মধ্যপ্রদেশের নরসিংপুরের এই প্যারা অ্যাথলিট মনমোহন জাতীয় স্তরে রেসে একাধিক পদক জিতেছেন। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘ জাতীয় স্তরে ‌যখন পদক জিতেছিলাম তখন সরকারের পক্ষ থেকে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকী, সরকারি চাকরি দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তারপর  সবই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। কিছুই পাইনি আমি ৷ ’’
advertisement
মনমোহনের কাছে এখন আর তাই রাস্তায় নেমে ভিক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ পদক জেতার পর হয়তো কিছু সংবর্ধনা পেয়েছেন ৷ কিন্তু পাননি কোনও অর্থসাহায্য ৷ জীবন চালানোই এখন কঠিন হয়ে পড়েছে এই প্যারা অ্যাথলিটের কাছে ৷ সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘‘ আমার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। খেলার জন্য টাকা চাই। সংসার চালানোর জন্য টাকা চাই। মুখ্যমন্ত্রী ‌যদি পাশে না দাঁড়ান তাহলে রাস্তায় ভিক্ষা করেই জীবন চালাব।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুখ্যমন্ত্রীর প্রতিশ্র‌ুতিতেও কিছু জোটেনি, মেডেল ঝুলিয়ে ভিক্ষা শুরু প্যারা অ্যাথলিটের
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement