ISL 2018-19: দিল্লির বিরুদ্ধে নামার আগে সতর্ক জামশেদপুর
Last Updated:
#জামশেদপুর: লিগের প্রথম ম্যাচে ফলাফল হয়েছিল ২-২। সেটা ছিল দিল্লির ঘরের মাঠ। আগামীকাল, বুধবার অবশ্য এই দু’দল মুখোমুখি হচ্ছে দ্বিতীয়বার, জামশেদপুরে। সময়ের সঙ্গে বদলেছে প্রেক্ষাপট। যদিও দুই দলের লক্ষ্যই এক ৷ সেটা হল জয়। জামশেদপুরের সামনে রয়েছে শেষ চারে ওঠার হাতছানি। তাই বুধবারের ম্যাচ তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় চোটের কবলে থাকা সুসাইরাজ খেলতে পারবেন না। যা চিন্তায় রাখছে জামশেদপুর শিবিরকে ৷
সেদলে রয়েছেন কিদোঞ্চাও। পাশাপাশি জামশেদপুরের শেষ পাঁচ ম্যাচে জয়ের সংখ্যা মাত্র এক। বলতে হবে তিরির উপস্থিতিতেও শেষমুহুর্তে গোল খেতে হচ্ছে। দল নিয়ে কী ভাবছেন জামসেদপুর শিবির ? সহকারী কোচ ফার্নান্দেজ গঞ্জালেস জানান, '‘ কিদোঞ্চার না থাকাটা আমাদের জন্যে খুবই ধাক্কার। তবে আমরা সেদিকে তাকাতে নারাজ। আমাদের লক্ষ্য শুধুই তিন পয়েন্ট।’’ পাশাপাশি বিপক্ষকে নিয়ে তাঁর বক্তব্য '‘ দিল্লি ভাল খেলে। ওদের আক্রমণে ধার আছে। আমাদের লক্ষ্য গোল না খাওয়া। তাই বুঝে আক্রমণে যেতে হবে।’’
advertisement
দিল্লির পরিস্থিতি অবশ্য অন্যরকম। তাঁদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে লক্ষ্য কী ? গোম্বাউ জানিয়েছেন '‘ আমরা জিততে চাই। সব ম্যাচ জিততে চাই। হয়তো আমাদের শেষচারে যাওয়ার সু্যোগ কম ৷ তবে আমাদের কাছে সব ম্যাচের গুরুত্ব অপরিসীম। কারণ দলে অনেক জুনিয়র ফুটবলার আছে। ওরা খেলুক। খেলতে খেলতে অভিজ্ঞতা হবে। যা ভবিষ্যতে কাজে লাগবে। '’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2018 7:58 PM IST