Tokyo Olympics: গোল মিসের খেসারত, ভাল খেলেও হকিতে জার্মানির কাছে হার ভারতের মেয়েদের

Last Updated:

এ দিন খেলার শুরু থেকে আক্রমণের ঝড় তোলে জার্মানির মেয়েরা৷ ১২ মিনিটেই প্রথম গোল হজম করে ভারত (Tokyo Olympics)৷

#টোকিও: দুর্দান্ত খেলেও হকিতে ফের হারের মুখ দেখতে হল ভারতের মেয়েদের৷ এ দিন মেয়েদের হকিতে জার্মানির কাছে ২-০ গোলে হারল ভারত৷ তবে পরাজিত হলেও এ দিন ভারতীয় দলের আক্রমণাত্মক হকি বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে৷ সহজ সুযোগ নষ্ট না করলেও এ দিন হাসিমুখেই মাঠ ছাড়তে পারতেন রানি রামপাল, গুরজিৎ কউররা৷ নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না ভারতের মেয়েরা৷
এ দিন খেলার শুরু থেকে আক্রমণের ঝড় তোলে জার্মানির মেয়েরা৷ ১২ মিনিটেই প্রথম গোল হজম করে ভারত৷ কিন্তু গোল খেয়েও হাল ছাড়েনি ভারতীয় দল৷ ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগও এসেছিল৷ কিন্তু পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হন গুরজিৎ কউর৷ উল্টে খেলার ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় জার্মানরা৷ এর পরে আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি ভারতীয় দলের পক্ষে৷ এর পরেও অবশ্য গোল করার সুযোগ এসেছিল ভারতের সামনে৷ কিন্তু জার্মান গোলরক্ষকের দক্ষতায় সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভারতীয় ফরওয়ার্ডরা৷
advertisement
অলিম্পিক্সের দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও একগুচ্ছ হতাশাই প্রাপ্তি হল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের৷ এখনও পর্যন্ত মীরাবাঈ চানুর রুপো জয়ের সৌজন্যেই পদক তালিকায় নাম রয়েছে ভারতের৷ এ হকিতেও ফের হতাশ করল ভারতের মেয়েরা৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics: গোল মিসের খেসারত, ভাল খেলেও হকিতে জার্মানির কাছে হার ভারতের মেয়েদের
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement