Tokyo Olympics: গোল মিসের খেসারত, ভাল খেলেও হকিতে জার্মানির কাছে হার ভারতের মেয়েদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন খেলার শুরু থেকে আক্রমণের ঝড় তোলে জার্মানির মেয়েরা৷ ১২ মিনিটেই প্রথম গোল হজম করে ভারত (Tokyo Olympics)৷
#টোকিও: দুর্দান্ত খেলেও হকিতে ফের হারের মুখ দেখতে হল ভারতের মেয়েদের৷ এ দিন মেয়েদের হকিতে জার্মানির কাছে ২-০ গোলে হারল ভারত৷ তবে পরাজিত হলেও এ দিন ভারতীয় দলের আক্রমণাত্মক হকি বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে৷ সহজ সুযোগ নষ্ট না করলেও এ দিন হাসিমুখেই মাঠ ছাড়তে পারতেন রানি রামপাল, গুরজিৎ কউররা৷ নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না ভারতের মেয়েরা৷
এ দিন খেলার শুরু থেকে আক্রমণের ঝড় তোলে জার্মানির মেয়েরা৷ ১২ মিনিটেই প্রথম গোল হজম করে ভারত৷ কিন্তু গোল খেয়েও হাল ছাড়েনি ভারতীয় দল৷ ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগও এসেছিল৷ কিন্তু পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হন গুরজিৎ কউর৷ উল্টে খেলার ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় জার্মানরা৷ এর পরে আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি ভারতীয় দলের পক্ষে৷ এর পরেও অবশ্য গোল করার সুযোগ এসেছিল ভারতের সামনে৷ কিন্তু জার্মান গোলরক্ষকের দক্ষতায় সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভারতীয় ফরওয়ার্ডরা৷
advertisement
অলিম্পিক্সের দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও একগুচ্ছ হতাশাই প্রাপ্তি হল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের৷ এখনও পর্যন্ত মীরাবাঈ চানুর রুপো জয়ের সৌজন্যেই পদক তালিকায় নাম রয়েছে ভারতের৷ এ হকিতেও ফের হতাশ করল ভারতের মেয়েরা৷
advertisement
Location :
First Published :
July 26, 2021 7:49 PM IST