শুরুতেই শেষ বিকাশের স্বপ্ন! জাপানি বক্সারের কাছে বিশ্রী হার ভারতীয় তারকার

Last Updated:

দাঁড়াতেই পারলেন না ভারতের বিকাশ কৃষাণ। শনিবার জাপানের তরুন বক্সার মেনসা ওকাজাওয়ার কাছে শুধু হারেননি বিকাশ, আত্মসমর্পণ করেছেন বললে ভাল হয়। ০-৫ ব্যবধানে হেরেছেন

তার ওপর বিকাশের চোখের কিছুটা উপরে কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। এতে নিজের স্বাভাবিক দৃষ্টিশক্তির কিছুটা অসুবিধার মধ্যে পড়ে। তবুও দেখার ছিল তৃতীয় রাউন্ড পর্যন্ত বিকাশ কিছু করতে পারেন কিনা। কিন্তু পারেননি। বিকাশ কৃষাণ যাদব টোকিওতে অংশগ্রহণকারী ভারতীয় বক্সিং দলের পুরুষদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। এই নিয়ে তিন নম্বর অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন তিনি।
advertisement
একমাত্র বিজেন্দ্র সিং ছাড়া যে কৃতিত্ব অন্য কোনও ভারতীয় বক্সারের নেই। ২৯ বছরের বিকাশ কম কথার মানুষ। নিজের সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে লিখে রেখেছেন, "যদি আমি খারাপ পারফর্ম করি সেই দায় আমার, যদি সফল হই সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই"। এশিয়ান গেমসে একটি গোল্ড এবং দুটি রুপোর পদক জিতেছেন এই বক্সার।
advertisement
advertisement
২০১৮ কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছিলেন। বিজেন্দ্রর পর দ্বিতীয় ভারতীয় বক্সার হিসেবে পেশাদারী বক্সিং করেছেন। কিন্তু অ্যামেচার বক্সিংয়ে ফিরে এসেছেন শুধু অলিম্পিকসে পদক জিতবেন বলে। গত বছর আম্মানে অলিম্পিকে যোগ্যতা অর্জন করেন তিনি। হরিয়ানার সিংওয়া খাস গ্রামের এই বক্সার ৬৯ কেজি ওয়েলটের ওয়েট বিভাগে ভারতের অন্যতম সেরা বাজি ছিলেন।
ঠান্ডা মাথা এবং দ্রুত রিফ্লেক্স তার অন্যতম শক্তি। কিন্তু আজ যেন বিকাশকে দেখে মনে হচ্ছিল না তিনি ভারতের অন্যতম অভিজ্ঞ বক্সার ছিলেন। টোকিও যাত্রা শেষ হয়ে গেল তাঁর। আবার হয়তো ফিরে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে পেশাদারী বক্সিং করার জন্য।
বাংলা খবর/ খবর/খেলা/
শুরুতেই শেষ বিকাশের স্বপ্ন! জাপানি বক্সারের কাছে বিশ্রী হার ভারতীয় তারকার
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement