Asian Games 2018 : ভারতের ঝোলায় ফের সোনা, এল দু‘টি ব্রোঞ্জও

  • Last Updated :
  • Share this:

    #জাকার্তা : এশিয়াডে ফের সোনা ভারতের ৷  সোনা জয় রোয়িং ইভেন্টে ৷দলগত বিভাগে সোনা পেল ভারত ৷

    কোয়াড্রাপল স্কালসে সোনা জিতলেন স্বর্ণ সিং, ওমপ্রকাশ , দাততু বাবান ভোকানল   ও সুখমিত সিং ৷

    হহহহহহ

    77777

    এদিকে এদিন সকালেই এশিয়ান গেমসে দুটি ব্রোঞ্জ পদকও পায় ৷ দুটিই এল স্কালস থেকে ৷  জাকার্তায় ব্রোঞ্জ জিতলেন দুষ্মন্ত পুরুষদের লাইটওয়েট সিঙ্গলস স্কালসে ব্রোঞ্জ জেতেন তিনি ৷ অন্যদিকে ডাবলস স্কালস ইভেন্টেও ব্রোঞ্জ পেয়েছে ভারত ৷ পদক এনে দিলেন রোহিত কুমার ও ভগবান সিং ৷

    First published:

    Tags: 2018 Asian games, Asian Games 2018, Gold Medal, Jakarta Asian Games, Jakarta-Palembang