হোম /খবর /ফুটবল /
অলিম্পিকে মিশরের বিরুদ্ধে মেদিনার গোলে প্রথম জয় পেল আর্জেন্টিনা

অলিম্পিকে মিশরের বিরুদ্ধে মেদিনার গোলে প্রথম জয় পেল আর্জেন্টিনা

গোল করার পথে মেদিনা

গোল করার পথে মেদিনা

৫১ মিনিটের সময় একটি কর্নার পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেওয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন রক্ষণভাগের খেলোয়াড় ফাকুন্দো মেদিনা

  • Last Updated :
  • Share this:

আর্জেন্টিনা -১

মিশর - ০

#টোকিও: সিনিয়র জাতীয় দল লিওনেল মেসির নেতৃত্বে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে কয়েকদিন আগেই। জুনিয়র দলের জন্য স্বয়ং লিওনেল মেসি শুভেচ্ছা জানিয়েছেন টোকিওতে ভাল ফল করার জন্য। কিন্তু প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল মেসির দেশ। অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে টোকিও অলিম্পিকের যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের। আজ মিশরের বিপক্ষে জয় না পেলে পদকের লড়াইয়ে থাকা কঠিন হয়ে যেত তাদের জন্য। এমন ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয়ই পেয়েছে ফার্নান্দো বাতিস্তার শিষ্যরা।

প্রথম ম্যাচে স্পেনকে রুখে দিয়েছিল মিশর অলিম্পিক দল। আজ আর্জেন্টিনাকেও প্রথমার্ধে আটকে রেখেছিল আফ্রিকা মহাদেশের দেশটি। তবে শেষ পর্যন্ত আর পারেনি। ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। সাপোরো ডোম স্টেডিয়ামে সারা ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করেই খেলেছে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা।

গোলের উদ্দেশ্যে অন্তত ৩টি শট লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল নেহুয়েন পেরেজের দল। কিন্তু গোল হয়েছে মাত্র একটিই। ৫১ মিনিটের সময় একটি কর্নার পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেওয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন ১৪ নম্বর জার্সি পরিহিত রক্ষণভাগের খেলোয়াড় ফাকুন্দো মেদিনা।

ম্যাচের বাকি সময়ে আরও গোলের চেষ্টা করে তারা। কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। তাই এক গোলের জয়েই থাকতে সন্তুষ্ট। তবে জয় পেলেও ম্যানেজার বাতিস্তার চিন্তা বাড়িয়েছে চারজন নির্ভরযোগ্য ফুটবলারের হলুদ কার্ড।পরের ম্যাচ স্পেনের বিরুদ্ধে। ওই ম্যাচ জিততে হলে পারফরম্যান্স অনেক উন্নত করতে হবে জানিয়েছেন আর্জেন্টাইন ম্যানেজার।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Tokyo Olympics 2020