সোনার স্বপ্ন পূরণ হল না হিমার, খুশি রুপোতেই, পুরুষদের ৪০০মিটারেও দ্বিতীয় আনাস
Last Updated:
#জাকার্তা : জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে সোনা জিতে সকলকে চমকে দিয়েছিলেন হিমা দাস ৷ অসমের এই তরুণ অ্যাথলিটের দিকে নজর ছিল গোটা দেশের ক্রীড়াপ্রেমীদের ৷
এশিয়ান গেমসে সোনা না পেলেও রুপো পেলেন হিমা ৷ জাতীয় রেকর্ড ভাঙলেন এদিনের সময়ে তবে সোনা অধরাই থেকে গেল ৷ ৫০.৭৯ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ন ভারতের এই দৌড়বিদ ৷ তবে সালওয়া নাসের ৫০.০৭ সেকেন্ডে নয়া গেমস রেকর্ড করে সোনা জেতেন ৷
advertisement
advertisement
তরুণ হিমার পারফরম্যান্সে খুশি সকলেই ৷ ফলে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে ৷ হিমা ছাড়াও এদিন অ্যাথলেটিক্সে আরও একটি পদক এসেছে ৷ একটি রুপো ৷ ৪৫.৬৯ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে মহম্মদ আনাস ভারতের ঝোলায় পদক এনে দেন ৷
advertisement
পদক এনেছেন জি লক্ষ্মণন ৷ তিনি ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন ৷ তার তিনি ১০০০০ মিটার দৌড়েছেন ২৯.৪৪.৯১ সেকেন্ডে ৷ এদিকে পরে আবার পদক হারালেন লক্ষ্মণন ৷ গেমস আয়োজকরা তাঁর পদক দিয়ে দেন চিনের ছাংঘং ঝাওকে ৷ সাদা লাইনের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পদক থেকে বঞ্চিত হলেন তিনি ৷
advertisement
এদিকে হকিতেও ভারতের পরাক্রম বজায় রইল ৷ পুলের শেষ গ্রুপ ম্যাচে ৫-৩ দক্ষিণ কোরিয়াকে হারাল টিম ইন্ডিয়া ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2018 6:41 PM IST