#জাকার্তা : জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে সোনা জিতে সকলকে চমকে দিয়েছিলেন হিমা দাস ৷ অসমের এই তরুণ অ্যাথলিটের দিকে নজর ছিল গোটা দেশের ক্রীড়াপ্রেমীদের ৷
এশিয়ান গেমসে সোনা না পেলেও রুপো পেলেন হিমা ৷ জাতীয় রেকর্ড ভাঙলেন এদিনের সময়ে তবে সোনা অধরাই থেকে গেল ৷ ৫০.৭৯ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ন ভারতের এই দৌড়বিদ ৷ তবে সালওয়া নাসের ৫০.০৭ সেকেন্ডে নয়া গেমস রেকর্ড করে সোনা জেতেন ৷
তরুণ হিমার পারফরম্যান্সে খুশি সকলেই ৷ ফলে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে ৷ হিমা ছাড়াও এদিন অ্যাথলেটিক্সে আরও একটি পদক এসেছে ৷ একটি রুপো ৷ ৪৫.৬৯ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে মহম্মদ আনাস ভারতের ঝোলায় পদক এনে দেন ৷
পদক এনেছেন জি লক্ষ্মণন ৷ তিনি ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন ৷ তার তিনি ১০০০০ মিটার দৌড়েছেন ২৯.৪৪.৯১ সেকেন্ডে ৷ এদিকে পরে আবার পদক হারালেন লক্ষ্মণন ৷ গেমস আয়োজকরা তাঁর পদক দিয়ে দেন চিনের ছাংঘং ঝাওকে ৷ সাদা লাইনের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পদক থেকে বঞ্চিত হলেন তিনি ৷
আরও পড়ুন - ব্যাডমিন্টনের জোড়া ব্রোঞ্জ নিশ্চিত করলেন সাইনা-সিন্ধু, রূপো এল ইকুস্ট্রিয়নে
এদিকে হকিতেও ভারতের পরাক্রম বজায় রইল ৷ পুলের শেষ গ্রুপ ম্যাচে ৫-৩ দক্ষিণ কোরিয়াকে হারাল টিম ইন্ডিয়া ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 Asian games, Asian Games 2018, Hima Das, Jakarta Asian Games, Jakarta-Palembang