#গুয়াহাটি: জাকার্তা থেকে একে একে দেশে ফিরছেন এশিয়ান গেমসে পদকজয়ীরা ৷ প্রত্যেক শহরেই অ্যাথলিটদের জন্য অ্যাসোসিয়েশনের কর্তাদের পাশাপাশি ফুল-মালা নিয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছে অসংখ্য ক্রীড়াপ্রেমীদেরও ৷ কিন্তু গুয়াহাটিতে হিমা দাসের জন্য যা সারপ্রাইজ অপেক্ষা এদিন করছিল, তা দেখে চমকে ওঠেন তিনিও ৷ দেশের জন্য এশিয়ান গেমসে পদক জিতেছেন। সোনার মেয়ের জন্য দুর্দান্ত অভ্যর্থনারই বন্দোবস্ত করে রেখেছিলেন রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ ৷
হিমার জন্য গুয়াহাটি এয়ারপোর্টের ভোলই পাল্টে দেওয়া হল ৷ জাকার্তা থেকে ফেরার পর হিমাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি হিমার জন্য আলাদা একটা কার্পেট পেতে রাখা হয় বিমানবন্দরে। সেটা হল অ্যাথলেটিক্সের ট্র্যাকের আদলে তৈরি ‘রেড কার্পেট’। হিমা দাস গুয়াহাটি বিমানবন্দরে পা রেখে এমন অভিনব অভর্থনা দেখে প্রথমে চমকে ওঠেন। এদিন হিমাকে অভর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল।
A grand welcome is waiting for #HimaDas at Guwahati Airport pic.twitter.com/4fUZFTV3wJ
— Ponjit Dowarah (@ponjitdowarah) September 7, 2018